Thursday 06 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো হাসানাত-আমুর বাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৩৭

বরিশালের বিক্ষুদ্ধ জনতা আওয়ামী লীগের সভাপতি সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙ্গে দিচ্ছে

বরিশাল: বরিশালে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তারা দুজনেই শেখ হাসিনার আত্মীয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টার দিকে নগরীর কালীবাড়ী রোডের ‘সেরনিয়াবাত ভবন’ এ বুলডোজার নিয়ে এসে শতাধিক লোক ভাঙচুর শুরু করে। সিটি করপোরেশন থেকে বুলডোজার নিয়ে আসা হয়। সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগেরও সভাপতি এবং শেখ হাসিনার আত্মীয়। হাসানাতের ছেলে সাদিক আব্দুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র। তিনি এই বাড়িতেই থাকতেন।

বিজ্ঞাপন

রাত পৌনে ২টার দিকে সেরনিয়াবাত ভবন থেকে বিক্ষুব্ধ জনতা বুলডোজার নিয়ে নগরীর বগুড়া রোডের আমির হোসেন আমুর বাড়ির দিকে রওনা দেয়। প্রথমে ছাত্র-জনতা সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর নগরীর বগুড়া রোডে বাসভবনে হামলা চালিয়ে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। পরে বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। আমির হোসেন আমুর এ বাড়িটি বরিশাল নগরীর হোয়াইট হাউজ নামে পরিচিত ছিলো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের আহ্বায়ক শহীদুল ইসলাম শাহেদ সাংবাদিকদের বলেন, বিক্ষুব্ধ জনতা ফ্যাসিবাদের দোসরদের আস্তানা ভেঙে দিচ্ছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য দিতে কেউ রাজি হননি।

সারাবাংলা/এনজে

আওয়ামি লীগ বরিশাল বাড়ি বুলডোজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর