কোপা ডেল রে
শেষের নাটকে সেমিতে রিয়াল
৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩০
ম্যাচে তখন ২-২ এ সমতা, শেষ বাঁশি বাজতে বাকি কয়েক সেকেন্ড। রিয়াল মাদ্রিদ-লেগানেস কোয়ার্টার ফাইনাল অতিরিক্ত সময়ে গড়ানোর দ্বারপ্রান্তে। ঠিক সেই মুহূর্তেই রিয়াল মাদ্রিদ দেখালো তাদের চিরচেনা রূপ। ব্রাহিম দিয়াজের অ্যাসিস্টে বল জালে জড়িয়ে উল্লাসে মাতলেন গঞ্জালো গার্সিয়া, উল্লাসে মাতল রিয়ালও। কোপা ডেল রের নাটকীয় এক ম্যাচে লেগানেসকে ৩-২ গোলে হারিয়ে সেমিতে পৌঁছে গেল কার্লো আনচেলত্তির দল।
লেগানেসের মাঠে ম্যাচের ১৮ মিনিটে এগিয়ে যায় রিয়াল। রদ্রিগোর অ্যাসিস্টে গোল করে দলকে লিড এনে দেন লুকা মদ্রিচ। ২৫ মিনিটে লিড দ্বিগুণ করেন এন্ড্রিক। দুই গোলের লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমায় লেগানেস। ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।
৫৯ মিনিটে রিয়ালকে চমকে দিয়ে ম্যাচে সমতা ফেরায় লেগানেস। হুয়ান ক্রুজের গোলে অবিশ্বাস্য এক জয়ের স্বপ্ন দেখছিল লেগানেস। ৬৪ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের শট পোস্টে লেগে ফিরে না এলে আবার এগিয়ে যেতে পারত রিয়াল। ৭৫ মিনিটে আবার পোস্টের কারণে গোলবঞ্চিত হন ভিনি।
ম্যাচের শেষ কয়েক মিনিটে রিয়ালের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দিয়েছেন লেগানেস কিপার। তবে ৯৩ মিনিটে আর রিয়ালকে থামাতে পারেননি তিনি। গার্সিয়ার গোলে দারুণ এক জয় নিয়েই কোপা ডেল রের সেমিতে পৌঁছে যায় রিয়াল।
সারাবাংলা/এফএম