Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুনি হাসিনার বিচার ও আ.লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২৮

হাসনাত আবদুল্লাহ।

ঢাকা: খুনি হাসিনাসহ গণহত্যাকারীদের বিচার নিশ্চিত এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক।

ফেসবুক পোস্টে হাসনাত বলেন, ফ্যাসিবাদের চিহ্ন বিলোপের সাথে সাথে খুনি হাসিনাসহ গণহত্যাকারীদের বিচার নিশ্চিত এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

হাসনাত ফেসবুকে এই মন্তব্য করতেই তার পোস্টটি ভাইরাল হয়ে যায়। ঘণ্টা খানেকের মধ্যে পোস্টটিতে এক লাখ লাইক ছাড়িয়ে যায়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার নতুন করে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ছাত্র জনতার মাঝে শুরু হয় উত্তেজনা। সেই উত্তেজনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বুধবার (৫ জানুয়ারি) রাতে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে একটি ক্রেন, একটি এক্সকাভেটর ও দুটি বুলডোজার দিয়ে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয় ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি।

সারাবাংলা/এমএইচ/এনজে

বিজ্ঞাপন

দৌলতদিয়া নৌরুটে ঘাট সংকটে ভোগান্তি
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর