Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়েটে শেখ মুজিব-শেখ রাসেলের প্রতিকৃতি ভাঙচুর

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪১ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৭

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের ম্যুরাল ভাঙচুর। কোলাজ ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে মেখ রাসেলের ম্যুরাল পুরোপুরি গুঁড়িয়ে দেয়া হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে একদল বিক্ষুদ্ধ শিক্ষার্থী ম্যুরালগুলো ভাঙচুর করে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হাতুড়ি, লোহার রড দিয়ে ম্যুরালগুলো ভাঙচুর করা হচ্ছে। এসময় তাদের ‘মুজিববাদের ঠিকানা, এই বাংলায় হবে না, মুজিবের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ এমন নানা শ্লোগান দিতে শোনা যায়।

এ বিষয়ে জানার জন্য চুয়েটের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড.মোহাম্মদ মাহবুবুল আলমকে একাধিকবার কল দিয়েও সাড়া পাওয়া যায়নি।

চুয়েটের প্রশাসনিক বিভাগের এক কর্মকর্তা সারাবাংলাকে জানান, ক্যাম্পাসের গোলচত্বরে টিএসসির সামনে শেখ মুজিবের প্রতিকৃতিটি ভাঙচুর করা হয়েছে। আর ‘শেখ রাসেল ছাত্রাবাসের’ সামনে থাকা রাসেলের প্রতিকৃতিটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সারাবাংলা/আরডি/এনজে

চুয়েট ভাঙচুর ম্যুরাল

বিজ্ঞাপন

অভিনয়ে ফিরলেন জনি ডেপ
১৫ এপ্রিল ২০২৫ ১৭:২২

আরো

সম্পর্কিত খবর