ম্যাচ জেতাতে তালাতের সঙ্গে যে পরিকল্পনা করেছিলেন নাফে
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২৫ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩০
রোমাঞ্চে ভরপুর এক ম্যাচে শেষ বলে চার মেরে ফাইনালে পৌঁছে গেছে চিটাগং কিংস। আলিস ইসলামের শেষ বলের বীরত্বে ফাইনালে চলে যাওয়া চিটাগংয়ের জয়ে ভিত গড়ে দিয়েছিলেন খাজা নাফে ও হুসাইন তালাতের জুটি। ম্যাচ জয়ের পর নাফে বলছেন, চাপ সামলে রানের গতি ঠিক রেখেই দলকে জয়ের বন্দরে নেওয়ার পরিকল্পনা ছিল তাদের।
১৬৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়েছিল চিটাগং। সেখান থেকে দলের হাল ধরেন তালাত-নাফে জুটি। এই দুই ব্যাটারের করা ৭০ রানের জুটিই দলের জয়ের ভিত গড়ে দিয়েছে। শেষ পর্যন্ত তালাত-নাফি প্যাভিলিয়নে ফিরলেও জয় নিয়েই মাঠ ছেড়েছে চিটাগং।
ম্যাচ জয়ের পর নাফে বলছেন, চাপ সামলে নেওয়াটাই তাদের মূল লক্ষ্য ছিল, ‘দ্রুতই দুই উইকেট পড়ে গিয়েছিল। চাপ ছিল দুজনের উপর। আমরা চেয়েছিলাম রানের চাকা সচল থাকুক। তালাত ভাইকে বলছিলাম বাজে বল এলেই মারতে হবে। গড়ে ওভার প্রতি ৮ রান করে নিতে হবে। বড় ম্যাচ, সেমিফাইনাল। চেয়েছিলাম দলের জন্য ভালো কিছু করতে। ভালো অনুভব করছি। দারুণ লাগছে ফাইনালে পৌঁছাতে পেরে।’
ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে চিটাগং। ফাইনালে দুই দলের উপরেই বাড়তি চাপ থাকবে, মানছেন নাফে, ‘ফাইনালে অনেক চাপ থাকবে। দুই দলের ওপরেই সেটা থাকবে। কারণ এটা ফাইনাল। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আমরা পরিকল্পনা নিয়ে ভাববো। এখন একটু বিশ্রামের সময়। ফাইনালেরটা সেই সময়ই দেখা যাবে।’
সারাবাংলা/এফএম