সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ১১৫ সদস্যের কমিটি ঘোষণা
৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫৭
জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ আয়োজিত “ত্রী- বার্ষিক কাউন্সিল অধিবেশন”
ঢাকা: বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ১১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ৩ বছর এই কমিটি দায়িত্ব পালন করবেন। সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাডিউল কবির এবং মহাসচিব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিজাম উদ্দিন আহমেদ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ আয়োজিত “ত্রী- বার্ষিক কাউন্সিল অধিবেশন” এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. বাদিউল কবির। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনে ভূমিকা রাখা নিহতদের শাহাদাতের পূর্ণ মর্যাদা কামনা করছি। আজ আমার স্বাধীন ভাবে মত প্রকাশ করতে পারছি। যা আগে পারিনি। গত দেড় দশক সকল স্তরের সকল পেশার কর্মচারীরা বৈষম্যের শিকার হয়েছে। দাবি আদায়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ২৪-এর আন্দোলনে সন্তান হারা মা-বাবাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ বলেন, ২১ বছরে বাদিউল কবিরের মত সৎ লোক আর দেখিনি। আমি আপনাদের দাবি আদায়ে সঙ্গে আছি এবং থাকবো।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী শাহীন বলেন, আমরা আমাদের অধিকার আদায়ে প্রাচীরের মত অবস্থান নিতে হবে। না হলে টেবিলে টেবিলে আমাদের ফাইল ঘুরতে থাকবে। এটা হতে দেওয়া যাবে না।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মকর্তা কর্মচারীদের উজ্জীবিত করার জন্য আজকের এই আয়োজন। অনেক মন্ত্রণালয়ের কর্মচারীরা তাদের দাবি আদায় করে নিচ্ছে। আমাদের কর্মকর্তা-কর্মচারীদের অনৈক্যের কারণে দাবি আদায়ে কোনো আন্দোলন করছি না। কিভাবে দাবি আদায় করা যায় সে বিষয়ে আগে একমত হতে হবে। মহার্ঘ্য ভাতার কথা বলা হয়েছিল, কিন্তু সে বিষয়ে এখনও কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
সারাবাংলা/এমএইচ/এনজে