Thursday 06 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুবিতে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৫ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৮

খুলনা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবের ম্যুরার ভাঙচুর। ছবি: সারাবাংলা

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছে ছাত্র-জনতা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়। এ সময় ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এর আগে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা মূল ফটকের দিকে যাওয়ার আগে কিছু বহিরাগতকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা যায়। তারা একটি ভেকু (বুলডোজার) নিয়ে এসেছিল। তবে শিক্ষার্থীদের বাধায় তারা ক্যাম্পাস ছেড়ে চলে যায়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভেকু ব্যবহার করে কালজয়ী মুজিব ম্যুরালটি ভাঙার চেষ্টা চালায়, তবে তা পুরোপুরি সম্ভব হয়নি। বর্তমানে ম্যুরাল ভাঙার কাজ স্থগিত আছে।

সারাবাংলা/এমপি

খুলনা বিশ্ববিদ্যালয় শেখ মুজিবুর রহমানের ম্যূরাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর