Thursday 06 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক্সকেভেটর দিয়ে চলছে ৩২ নম্বর ভবন ভাঙার কাজ

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৫ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৪

এখন পুরো বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার কাজ চলছে। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার কাজ এখনো চলমান। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বাড়ির বাকি অংশ ভাঙার কাজ চলছে ।

বুধবার (৫ জানুয়ারি) রাতে আনা এক্সক্যাভেটর ও ক্রেন দিয়ে সকাল থেকে বাড়িটির বিভিন্ন অংশ ভাঙা হচ্ছে। বাড়ির সামনের অংশের তিন তলা পর্যন্ত অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্রজনতা রাত থেকে অবস্থান নেন ৩২ নম্বর এলাকায়। তাদের দাবি, ভবনের সামান্য অংশও শেষ না হওয়া পর্যন্ত তারা উপস্থিত থাকবেন। কোনো চিহ্ন থাকবে না। সব গুড়িয়ে দিয়ে নিশ্চিহ্ন করা হবে।

সকাল পর্যন্ত দেখা গেছে দুটি ভবনের সামনের অংশ ভাঙ্গার কাজ শেষ। এখন পেছনে ও ওপরের অংশ ভাঙ্গার কাজ চলছে।

এর আগে, বুধবার রাত ৯ টায় বিক্ষোভ মিছওলের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা এ সময় বুলডোজার মিছিলের ঘোষণা দেয়। এরপর ওই বাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালিয়ে পর আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সে সময় বাড়ির সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ হাসিনা। এ খবর পাওয়ার পরপরই বিকেলে বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ করেছিল উত্তেজিত জনতা।

আরও পড়ুন- ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভ-ভাঙচুর, অগ্নিসংযোগ

সারাবাংলা/ইউজে/ইআ

অগ্নিসংযোগ ঘর ভাঙচুর ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি শেখ মুজিবুর রহমান

বিজ্ঞাপন

কুষ্টিয়ায় আ.লীগের অফিস ভাংচুর
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৬

ইতিহাস গড়া হলো না নাঈমের
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১২

আরো

সম্পর্কিত খবর