Thursday 06 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ হাজার টাকার বিনিময়ে নদীতে ডুব দিয়ে প্রাণ গেল যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৭

নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার। ছবি: সারাবাংলা

সিরাজগঞ্জ: ১০ হাজার টাকা চুক্তিতে ডুবে যাওয়া নৌকা উদ্ধারে গিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে আব্দুল মজিদ (৩৮) নামে এক নিখোঁজ মৎস্যজীবির মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দলের সদস্য। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে উপজেলার রাউতারা স্লুইচ গেট এলাকা থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, বুধবার দুপুরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চর-চিথুলিয়া গ্রামের রাউতারা স্লুইচ গেট এলাকায় বড়াল নদীতে ডুব দিয়ে তিনি নিখোঁজ হয়েছিলেন।

বিজ্ঞাপন

নিহত মৎস্যজীবি আব্দুল মজিদ পোতাজিয়া ইউনিয়নের নুকালী গ্রামের মৃত হানিফ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী আব্দুল আলীম জানান, দুইদিন আগে ইটভাটার মাটিবাহী একটি নৌকা উপজেলার রাউতারা স্লুইচ গেট এলাকায় ডুবে যায়। স্থানীয় এক ডুবুরি ওই নৌকা উদ্ধারের জন্য ৫০ হাজার টাকার বিনিময়ে নৌকা উদ্ধার করে দেওয়ার কথা বলে নৌকার মালিককে। এতে নৌকার মালিক রাজি না হলে স্থানীয় মৎস্যজীবি আব্দুল মজিদ ১০ হাজার টাকা চুক্তিতে ডুবে যাওয়া নৌকা উদ্ধারের জন্য বুধবার দুপুরে নদীতে ডুবে যাওয়া নৌকার সঙ্গে ডুব দিয়ে রশি বাঁধার জন্য নদীতে প্রথম ও দ্বিতীয় ডুব দিয়ে দু‘টি রশি বাঁধে। নদীতে তৃতীয় ডুব দিয়ে তিনি আর উঠে আসেননি। দীর্ঘ সময় মৎস্যজীবি মজিদ উঠে না আসায় ওপরে থাকা লোকজন খোঁজাখুজি করতে থাকে। পরে তারা ব্যর্থ হয়ে বাঘাবাড়ি নৌ ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে বাঘাবাড়ি নৌ ফায়ার সার্ভিসের একটি টিম স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে হুকের সাহায্যে খোঁজাখুঁজি করে। এতে আব্দুল মজিদের কোন খোঁজ না পেয়ে রাজশাহীর ডুবুরি দলকে খবর দেয়।

বিজ্ঞাপন

বাঘাবাড়ি নৌ ফায়ার সার্ভিসের টিম লিডার শাহদত হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হুকের সাহায্যে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। এ কারণে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে তারা রাজশাহী থেকে ঘটনাস্থলে পৌঁছেই উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যার পর নিখোঁজ মৎস্যজীবির মরদেহ উদ্ধার করা হয়েছে।’

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, ‘রাজশাহী থেকে ডুবুরি দল এসে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করে। নৌ পুলিশ ঘটনাস্থলে আসছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে কি না বিষয়টি তারাই দেখবেন বলে তিনি জানিয়েছেন। তবে এ বিষয়ে কোন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমপি

ডুৃবুরি দল ফায়ার সার্ভিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর