Thursday 06 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলে থেকেও চ্যাম্পিয়নস ট্রফির আগে স্টোয়নিসের আকস্মিক অবসর

স্পোর্টস ডেস্ক
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৩

আচমকা অবসর নিলেন স্টোয়নিস

চ্যাম্পিয়নস ট্রফির বাকি আর মাত্র দুই সপ্তাহ। স্কোয়াডে জায়গা করে নেওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা প্রস্তুতি নিচ্ছেন টুর্নামেন্টে মাঠে নামার। ঠিক এই অবস্থায় এলো দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যের হঠাৎ অবসরের ঘোষণা। চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে থাকা অজি অলরাউন্ডার মার্কাস স্টোয়নিস ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন।

২০১৫ সালে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে ৫০ ওভারের ফরম্যাটে অভিষেক হয় স্টোয়নিসের। অভিষেকের পর থেকেই দলের নিয়মিত মুখ হয়ে উঠেছিলেন ব্যাটে-বলে দারুণ ফর্মের কারণে। মাঝে বাজে ফর্ম ও ইনজুরির কারণে বাইরে থাকলেও আবার ফিরেছেন দলে। অস্ট্রেলিয়ার হয়ে ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপও জিতেছেন তিনি।

বিজ্ঞাপন

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য ঘোষিত ১৫ সদস্যের প্রাথমিক দলেও ছিলেন স্টোয়নিস। সবাই যখন টুর্নামেন্টের জন্য প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই ওয়ানডে ফরম্যাট ছাড়ার ঘোষণা দিলেন স্টোয়নিস। আজ এক বিবৃতিতে স্টোয়নিস জানান, টি-২০তে মনোযোগ দিতেই ওয়ানডে ফরম্যাট ছাড়ছেন তিনি, ‘অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারাটা আমার জন্য গর্বের। আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। আজীবন এটা মনে থাকবে। এই সিদ্ধান্তটা নেওয়া সহজ ছিল না। আমার মনে হয় ওয়ানডে থেকে সরে দাঁড়ানোর এটাই সময়। আমি অন্য ফরম্যাটে মনোযোগ দিতে চাই।’

অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে ৭১ ম্যাচে স্টোয়নিস করেছেন ১৪৯৫ রান। একমাত্র সেঞ্চুরি করা ১৪৬ রানের অপরাজিত ইনিংসটিই তার ক্যারিয়ারের সর্বোচ্চ। বল হাতে নিয়েছেন ৪৮ উইকেট, সেরা ফিগার ১৬ রানে ৩ উইকেট।

স্টোয়নিসের অবসরের কারণে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে পরিবর্তন আনতে হবে অজিদের। আগামী ১২ ফেব্রুয়ারির মাঝে নতুন কাউকে স্কোয়াডে নেবে অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

অবসর অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস ট্রফি মার্কাস স্টোয়নিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর