যশোর জেলা যুবদলের আহ্বায়ক তমাল, সদস্য সচিব রানা
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৬ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৬
যশোর: যশোর জেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বর্তমান কমিটির সভাপতি এম তমাল আহমেদকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক আনসারুল হক রানাকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ৩০ দিনের মধ্যে জেলা যুবদলের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটির বাকিরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল, আরিফুল ইসলাম আরিফ, রাজিদুর রহমান সাগর ও মোহাম্মদ ইমদাদুল হক।
প্রসঙ্গত, সর্বশেষ ২০১৮ সালের ২ জুন জেলা যুবদলের ২০১ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল।
সারাবাংলা/ইআ