কুষ্টিয়ায় আ.লীগের অফিস ভাংচুর
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৬
কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম চুন্নুর অফিস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার ঢাকা কোচ স্ট্যান্ড সংলগ্ন এলাকার অফিসটি ভাঙচুর করা হয়।
চুন্নু বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সাবেক এমপি মাহাবুব উল আলম হানিফের বড় ভাই।
জানা গেছে, রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের খবর শোনার পর গতকাল রাতে ভেড়ামারা উপজেলা ডাকবাংলো এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের করে ছাত্র-জনতা। মিছিলটি উপজেলার ঢাকা কোচ স্ট্যান্ড সংলগ্ন এলাকার চুন্নুর অফিসের সামনে এসে অফিসটি ভাঙচুর চালায়। এ সময় ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকে ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’। এ সময় অফিসটির সামনে অনেকেই ভিড় করেন।
ছাত্র জনতার দাবি, এই বাড়ি ও অফিস থেকেই বিরোধীদলের ওপরে দমন এবং নিপীড়নের সমস্ত কিছু চালানো হত। এ জেলার দুর্নীতির আতুর ঘর ছিল এ স্থাপনাগুলো।
এদিকে কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের মাহাবুব উল আলম হানিফের বাড়িও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এসময় বাড়িটির প্রধান ফটক ও বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দেওয়া হয়। পরে ৩ তলা এই বাড়ির বিভিন্ন অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়াও একই সময়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের শহরের কদমতলা বাড়ি, সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশার শহরের সাদ্দাম বাজার এলাকার বাড়িসহ জেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও অফিস ভাঙচুর চালানোর খবর পাওয়া গেছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
সারাবাংলা/এমপি