Thursday 06 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাংবাদিক মনির হায়দার

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৭ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩২

সাংবাদিক মনির হায়দার – (ফাইল ছবি)

ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মনির হায়দার। তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গতকাল ৫ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উল্লেখ্য মনির হায়দার প্রায় তিন দশক ধরে দৈনিক পূর্বকোণ, ভোরের কাগজ, জনকন্ঠ, যায়যায়দিন, ইত্তেফাক এবং মানবজমিন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। বর্তমানে তিনি দেশের অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল বাংলাভিশনের উপদেষ্টা। এছাড়া তিনি একজন নাগরিক অধিকার কর্মী এবং রাজনৈতিক ভাষ্যকার হিসাবেও সুপরিচিত। বর্তমানে তিনি নিউইয়র্কে রয়েছেন। অচিরেই দেশে ফিরে তিনি এ পদে যোগদান করবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/আরএস

সাংবাদিক মনির হায়দার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর