শিবলী রুবাইয়াতকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৬ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩২
ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এদিন আদালতে নির্ধারিত সময়ের মধ্যে ওকালতনামা দাখিল না হওয়ায় রিমান্ড শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন। গত ৪ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
মামলার এজাহারে বলা হয়েছে, ভুয়া বাড়িভাড়া চুক্তিনামা দেখিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে আসামি শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ১ কোটি ৯২ লাখ টাকা বা প্রায় ২ লাখ ২৬ হাজার ৩০৮ ডলার ঘুষ নেন। এ ছাড়া ভুয়া বিক্রয় চুক্তি দেখিয়ে পণ্য রফতানি না করে প্রতারণা ও জাল জালিয়াতির আশ্রয় গ্রহণ করেন। ব্যাংক কর্মকর্তারা কাস্টমার ডিউ ডিলিজেন্স অনুসরণ না করে, পণ্য রফতানি বিপরীতে কোনরূপ রেকর্ডপত্র না পেয়েও কর্তব্য অবহেলা ও পরস্পর যোগসাজশে নিজের বা অন্য কারও অপরাধলব্ধ আয়ের অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশে ৩ লাখ ৬১ হাজার ডলার টাকা বাংলাদেশে নিয়ে আসেন। এরমধ্যে ১ কোটি ৮৪ লাখ ২৮ হাজার টাকা শিবলী রুবাইয়াত নিজে গ্রহণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত ২০২০ সালে প্রথমবারের মতো বিএসইসির চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর গত বছরের ১৬ মে পুনর্নিয়োগ পান তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের পর ১০ আগস্ট বিএসইসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন শিবলী রুবাইয়াত। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে ফিরে যান। এ ছাড়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ৯ অক্টোবর শিবলী রুবাইয়াতের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়। এরপর গত ৩০ জানুয়ারি তার পাসপোর্ট বাতিল করে সরকার।
সারাবাংলা/জিএস/ইআ