Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৪ মামলার আসামি গুলিবিদ্ধ


২০ জুন ২০১৮ ১১:৫৭

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর বছিলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ফালু নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে।

বুধবার (২০ জুন) ভোর ৪টার দিকে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানান মোহাম্মদপুর থানার এসআই নয়ন মিয়া।

তিনি বলেন, ফালু একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে বেশ কয়েকটি থানায় ১৪টির মতো মামলা আছে। মঙ্গলবার দিবাগত রাতে বছিলার ৪০ ফুট রাস্তা এলাকায় মাদক উদ্ধার অভিযানে গেলে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় নয়ন গুলিবিদ্ধ হন।

ওই ঘটনায় চারজন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান নয়ন।

সারাবাংলা/ইউজে/একে

বিজ্ঞাপন

২০২৫ সালেই বার্সায় ফিরছেন মেসি?
১৬ জানুয়ারি ২০২৫ ১০:৩৫

আরো

সম্পর্কিত খবর