Thursday 06 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাবি না মানলে শাহবাগে আত্মহত্যার হুঁশিয়ারি শহিদ মুজাহিদের বাবার

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২১ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৮

শাহবাগে আত্মহত্যার হুঁশিয়ারি দিয়েছেন শহিদ মুজাহিদের বাবা আব্দুল মান্নান। ছবি: সারাবাংলা

ঢাকা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যরা গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। আর যদি দাবি মানা না হয় তাহলে শাহবাগে আত্মহত্যার হুঁশিয়ারি দিয়েছেন শহিদ মুজাহিদের (১৬) বাবা আব্দুল মান্নান।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে ডিএমপির এডিশনাল পুলিশ কমিশনার নজরুল ইসলাম গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সঙ্গে কথা বলতে আসলে এ হুঁশিয়ারি দেন আব্দুল মান্নান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমার ছেলে আমাকে না জানিয়ে আন্দোলনে গিয়ে দেশের ও মানুষের জন্য শহিদ হয়েছে। মুজাহিদ আমার একমাত্র সন্তান। কিন্ত ৬ মাস পেরিয়ে গেলেও এখনো শহিদ হিসেবে রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি দেওয়া হয়নি।’

আব্দুল মান্নান বলেন, ‘আমার ছেলে জুলাই মাসে শহিদ হওয়ার পর মরদেহ দাফনের করতে দিচ্ছিল না আওয়ামী লীগ। এমনকি আমার ছেলে শহিদ হওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাকে হত্যার হুমকিও দিয়েছে। আজ যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে এই শাহবাগে আমরা আত্মহত্যা করব।’

এ সময় ঢাকা মেট্রো পলিটন পুলিশের (ডিএমপি) এডিশনাল পুলিশ কমিশনার নজরুল ইসলাম গণঅভ্যুত্থানে শহিদ পরিবারকে আগামী রোববার ঊর্ধ্বতনের সঙ্গে বসিয়ে দেওয়ার কথা বললে তা প্রত্যাখান করে শহিদ পরিবারের সদস্যরা।

এর আগে, সকাল ১০ টা থেকে রাজধানীর শাহবাগে অবস্থান নেন শহিদ পরিবারের সদস্যরা। এ সময় তাদের হাতে শহিদদের ছবি ও ন্যায়বিচারের আহ্বান সম্বলিত প্ল্যাকার্ড দেখা গেছে।

সারাবাংলা/এমএইচ/এমপি

শহিদ শাহবাগ

বিজ্ঞাপন

ফুটবলকে বিদায় বললেন মার্সেলো
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৯

আমির হোসেন আমুর বাসভবন ভাঙচুর
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৫

আরো

সম্পর্কিত খবর