Thursday 06 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ধানমন্ডি ৩২ নম্বরে বাড়ি ভাঙার পেছনে ভারতের ইন্ধন থাকতে পারে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৯ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৭

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

ঢাকা: ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার পেছনে ভারতের ইন্ধন ও হস্তক্ষেপ থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাফিজ উদ্দন আহমেদ বলেন, ‘‘গতকাল যা ঘটেছে তা আজও চলমান। কারা ঘটিয়েছে, সরকারের ভূমিকা কী, তা জেনে আজকের মধ্যেই হয়তো বিএনপি তার অবস্থান জানাবে। তবে আমাদের কাছে মনে হচ্ছে ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার পেছনে ভারতের ইন্ধন ও হস্তক্ষেপ থাকতে পারে। ঘটনা যাই ঘটুক, এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে পরিষ্কার একটা বক্তব্য থাকা জরুরি।’’

তিনি বলেন, ‘‘শেখ হাসিনা দেশের সব বিশৃঙ্খলা উসকে দিচ্ছেন। গণতন্ত্রকে ধ্বংস করতে ও আগামী দিনের গণতন্ত্র যাত্রার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এ ধরনের কর্মকাণ্ড। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। কারও পাতা ফাঁদে পা দেওয়া যাবে না। গণতন্ত্র বিরোধীদের ষড়যন্ত্র দূর করতে ও তাদের প্রতিহত করতে নির্বাচনের বিকল্প নেই। সরকার সর্বশক্তি প্রয়োগ করে নির্বাচনের ব্যবস্থা করবে বলে আমরা আশা করি।’’

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘‘মনে হয় দেশটা ভালো গন্তব্যের দিকে যাচ্ছে না। এই ভাঙা-ভাঙির সংস্কৃতি ভালো না। এ সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। তাই গণতন্ত্র রক্ষায় নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর জরুরি।’’

সারাবাংলা/এজেড/ইআ

বিজ্ঞাপন

ফুটবলকে বিদায় বললেন মার্সেলো
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৯

আমির হোসেন আমুর বাসভবন ভাঙচুর
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৫

আরো

সম্পর্কিত খবর