Thursday 06 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্যানিটেশন কর্মীদের জীবনমান উন্নয়নে কাজ করবে ‘পরিত্রাণ’

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৭ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৮

ঢাকা: স্যানিটেশন কর্মীদের বৈষম্যহীন, নিরাপদ, নায্যমুজুরী প্রতিষ্ঠা, মানসম্মত ও মর্যাদাপূর্ণ জীবিকায়নে স্যানিটেশন ওয়ার্কার্স রাইটস ইন বাংলাদেশ (এসডব্লিউআরবি) প্রকল্পের আওতায় কাজ করবে ‘পরিত্রাণ’ সংস্থা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলাদেশ শিশু কল্যান পরিষদের কনফারেন্স রুমে, দাতা সংস্থা অভিনা আমেরিকাস অ্যান্ড ডেমোক্রেসি এট ওয়ার্ক ফান্ডের অর্থায়নে স্যানিটেশন ওয়ার্কার্স রাইটস ইন বাংলাদেশ (এসডব্লিউআরবি) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায়, এসডব্লিউআরবি- প্রকল্পের সমন্বয়কারী উজ্জ্বল কুমার দাস বলেন, ‘স্যানিটেশন কর্মীরা সমাজের পরিচ্ছন্ন যোদ্ধা, তারা একটি গুরুত্বপূর্ণ সেবায় নিয়োজিত কিন্তু তাদেরকে পিছিয়ে রেখে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। তারা সামাজিকভাবে বৈষম্যের শিকার হচ্ছে, তাদেরকে অস্পৃশ্য বলা হয়। সুষ্ঠু পরিবেশ তৈরিতে পরিবেশের পরিচ্ছন্নতা রক্ষা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে যাদের ভূমিকা উল্লেখ্যযোগ্য তারাই যেন সমাজে অবহেলিত। পরিচয়হীনতা, অসম মুজুরী ব্যবস্থার কারণে অভাব অনটনের মধ্যে মানবেতর জীবন যাপন করতে হয় স্যানিটেশন কর্মীদের।

সেমিনারে জানানো হয়, প্রকল্প অনুযায়ী পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে নানা ধরনের ওয়ার্কশপের আয়োজন করা হবে। তাদের জীবনভিত্তিক ভিডিও ডকুমেন্টারি তৈরী করা হবে। স্যানিটেশন কর্মীদের অধিকার, মর্যাদা, পেশাগত নিরাপত্তা, শ্রম অধিকার ইত্যাদি বিষয়ে সক্ষমতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়াসহ, আরো বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের বর্জ্য কর্মকর্তা মো. আবু তাহের। তিনি এই প্রকল্পের কার্যক্রমকে সাধুবাদ জানান।

বিজ্ঞাপন

আবু তাহের বলেন, ‘আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই স্যানিটেশন কর্মীরা। যারা এই রাজধানীকে, গ্রামকে, গোটা বাংলাদেশকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন করছে। তাদের প্রতি আমাদের সমাজের ও সরকারের যে অনেক দায়িত্ব আছে, আর সে দায়িত্ব যে আমাদের পালন করতে হবে সেটা এই সেমিনারে এসে আরও বেশি উপলদ্ধি করতে পারলাম। আমরা আলোচনার মাধ্যমে এই দায়িত্বগুলো ধীরে ধীরে পালন করবো।

এছাড়া সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও এই বৈষম্য নিরসনে কাজ করার ওপর গুরুত্ব দেন। সেইসঙ্গে বলেন, এ প্রকল্প সমাজে দারিদ্র ও বিভিন্ন বৈষম্য দূরীকরণে সরকারের সামাজিক কার্যক্রম ও এ জনগোষ্ঠিকে সমাজের মূল ধারায় পৌঁছাতে সাহায্যে করবে।

সভাপতিত্ব করেন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণালাল। সভায় প্রকল্পটির প্রেক্ষাপট, কার্যক্রম ও যৌক্তিকতা তুলে ধরেন এসডব্লিউআরবি প্রকল্পের প্রজেক্ট অফিসার সৈয়দা রেজিনা আক্তার রোজী। অন্যান্যদের উপস্থিত ছিলেন, উত্তর সিটি করপোরেশন, সুশীল সমাজের প্রতিনিধিরা, গবেষকেরা, শিক্ষকরা, দেশীয় সহযোগী সংস্থা, মিডিয়া ব্যাত্তিত্ব ও স্যানিটেশন কর্মীদের প্রতিনিধিরা।

সারাবাংলা/এফএন/এমপি

এসডব্লিউআরবি স্যানিটেশন ব্যবস্থা

বিজ্ঞাপন

হঠাৎ বদলে গেল বিপিএল ফাইনালের সময়
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪১

আরো

সম্পর্কিত খবর