Thursday 06 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলাপি ঋণ আদায়ের বিকল্প নেই : রূপালী ব্যাংক এমডি

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩০ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০২

বৃহস্পতিবার চট্টগ্রামে রূপালী ব্যাংকের বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত ব্যবসায়িক পর্যালোচনা সভায় বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম

চট্টগ্রাম ব্যুরো: রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম বলেছেন, ব্যাংক খাতের উন্নয়নে খেলাপি ঋণ আদায়ের বিকল্প নেই। খেলাপি ঋণ আদায়ে শাখা ব্যবস্থাপকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামে রূপালী ব্যাংকের বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক ব্যবসায়িক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘ব্যাংক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এ উদ্দেশ্যে রূপালী ব্যাংক পিএলসির আধুনিক ব্যাংকিং সুবিধা যেমন- অ্যাপস, ফ্রি অনলাইন সেবা ইত্যাদি মানুষের কাছে পৌঁছে দিতে হবে।’

তিনি বলেন, যেকোনো সমস্যার তরিৎগতিতে সমাধান, যেকোনো ঋণ প্রস্তাব, ঋণ পুনঃতফসিলিকরণ, সুদ মওকুফ প্রস্তাব দ্রুত অনুমোদনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এছাড়া তিনি সুদবিহীন ও স্বল্প সুদে আমানত সংগ্রহে জোর প্রচেষ্টা অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি।

রূপালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে মহাব্যবস্থাপক এসএম দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের অধীন সব জোনাল ম্যানেজার, কর্পোরেট শাখার নির্বাহীসহ শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/আরএস

ব্যবস্থাপনা পরিচালক কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম রূপালী ব্যাংক

বিজ্ঞাপন

উদীচীর ২৩তম জাতীয় সম্মেলন উদ্বোধন
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৩

আরো

সম্পর্কিত খবর