উদীচীর ২৩তম জাতীয় সম্মেলন উদ্বোধন
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৩
ঢাকা: শুরু হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২৩তম জাতীয় সম্মেলন। তিন দিনব্যাপী এ সম্মেলন বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) শুরু হয়ে চলবে শনিবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত। এবারের জাতীয় সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে, ‘আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত ষড়যন্ত্রে’।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সম্মেলন উদ্বোধন করেছেন উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের ঘনিষ্ঠ সহচর প্রবীণ কৃষক নেতা লীনা চক্রবর্তী।
উদীচীর ২৩তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী আয়োজনে থাকবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত ও সংগঠন সঙ্গীত পরিবেশন, শহিদ বেদীতে শ্রদ্ধা নিবেদন, ঢাক-ঢোল-কাঁসি বাদন ও শোভাযাত্রার আয়োজন।
উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান-এর সভাপতিত্বে আলোচনা পর্বে বক্তব্য রাখবেন সম্মেলনের উদ্বোধক লীনা চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাফিউর রাব্বি, বিশিষ্ট আইনজীবী জেড আই খান পান্না, সংস্কৃতি সংগঠক ও নারী নেত্রী শীলা রায়। স্বাগত বক্তব্য রাখবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
শোভাযাত্রার পর উদীচী কেন্দ্রীয় সংসদের শিল্পীদের উদ্বোধনী পরিবেশনা গীতি-নাট্যালেখ্য ‘প্রতারিত চিরকাল’ দিয়ে শুরু হয়েছে প্রথম দিনের সাংস্কৃতিক পরিবেশনা পর্ব। গীতি-নাট্যালেখ্যটি গ্রন্থনা ও নির্দেশনা দিয়েছেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহমুদ সেলিম।
এ ছাড়া থাকবে বিভিন্ন বিভাগ থেকে উদীচীর সেরা জেলাগুলোর সাংস্কৃতিক পরিবেশনা। প্রথম দিন সমবেত গণসঙ্গীত পরিবেশন করবে উদীচী মাদারীপুর ও চট্টগ্রাম জেলা সংসদ। গীতিআলেখ্য পরিবেশন করবে উদীচী নারায়ণগঞ্জ জেলা সংসদ। উদীচী দিনাজপুর জেলা সংসদের শিল্পীরা পরিবেশন করবে নৃত্যনাট্য ‘নকশীকাঁথার মাঠ’। থাকবে সাংস্কৃতিক ইউনিয়নের দলীয় পরিবেশনা। এ ছাড়া একক সঙ্গীত পরিবেশন করবেন মায়েশা সুলতানা ঊর্বি এবং একক আবৃত্তি পরিবেশন করবেন সুপ্রভা সেবতী। সাংস্কৃতিক পরিবেশনা পর্বটি সঞ্চালনা করবেন শিখা সেন গুপ্তা ও শাওন কুমার রায়।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শুরু হবে সম্মেলনের সাংগঠনিক বা কাউন্সিল অধিবেশন। দিনব্যাপী নানা সাংগঠনিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পর সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক পরিবেশনা পর্ব। উদীচী নৃত্য বিভাগের শিল্পীদের দলীয় পরিবেশনা দিয়ে শুরু হওয়া এ পর্বে থাকবে উদীচী যশোর জেলা সংসদের পরিবেশনায় গীতি আলেখ্য। সমবেত বাদ্যযন্ত্র পরিবেশন করবেন উদীচী রাজশাহী জেলার শিল্পীরা। দলীয় গণসঙ্গীত নিয়ে মঞ্চে আসবেন উদীচী সিলেট জেলা সংসদের শিল্পীরা। এ ছাড়া একক সঙ্গীত পরিবেশন করবেন হাবিবুল আলম, শাওন কুমার রায় ও মীর সাখাওয়াত। একক আবৃত্তিতে থাকবেন বেলায়েত হোসেন ও সৈয়দ ফয়সল আহমদ। থাকবে উদীচী আবৃত্তি বিভাগের বাচিক শিল্পীদের পরিবেশনা। এ পর্বটি সঞ্চালনা করবেন সুরাইয়া পারভীন ও সৈয়দা অনন্যা রহমান।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হবে সম্মেলনের তৃতীয় ও সমাপনী দিনের কার্যক্রম। সারাদিন নানা সাংগঠনিক পর্ব শেষে পরবর্তী দুই বছরের জন্য নতুন কেন্দ্রীয় সংসদ গঠনের মধ্য দিয়ে শেষ হবে উদীচীর ২৩তম জাতীয় সম্মেলন।
১৯৬৮ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকেই গান-নাচ-কবিতা-নাটক-চলচ্চিত্রের মতো সৃজনশীল মাধ্যমকে হাতিয়ার করে সমাজের নানা অসঙ্গতি, শোষণ-বঞ্চনা-অত্যাচার-নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে চলেছে উদীচী। সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা ও নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে প্রতি দুই বছর পরপর জাতীয় সম্মেলন আয়োজন করে উদীচী।
সারাবাংলা/এএইচএইচ/এইচআই