Thursday 06 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রফি জিতে লঞ্চে করে বরিশাল যেতে চান তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৩ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৭

অনুশীলনের ফাঁকে তামিম ইকবাল ও তাওহিদ হৃদয়

বিপিএলের গত আসরের শিরোপা জেতা ফরচুন বরিশালের সমর্থকদের প্রাণের দাবিই ছিল, ট্রফিটা তারা লঞ্চে করেই বরিশাল নিয়ে যেতে চান। কিন্তু সেই পরিকল্পনা আর বাস্তবায়ন হয়নি। আবারও এই সুযোগ এসেছে বরিশালের সামনে। আগামীকাল (শুক্রবার) সন্ধ্যা ৭টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিপিএলের ফাইনালে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শিরোপা জিতলে সমর্থকদের সেই ভালোবাসার প্রতিদানটা সেভাবেই দিতে চান তামিম ইকবালরা।

বিজ্ঞাপন

ঢাকা, সিলেট কিংবা চট্টগ্রাম; বরিশালের দর্শক সমর্থনের অভাব হয়নি কোথাও। বিশেষ করে চট্টগ্রাম পর্বে বরিশালের ম্যাচ মানেই ছিল দর্শকদের ঢল। এমনকি চট্টগ্রামের একটা দল থাকা সত্ত্বেও বন্দর নগরীর ক্রিকেটপ্রেমীরা সমর্থন দিয়েছেন তামিম ইকবালের বরিশালকেই। অবশ্য তামিম চট্টগ্রামের ঘরের ছেলে, এই ব্যাপারটিও কাজ করেছে এই দর্শক সমর্থনের নেপথ্যে।

আজ (বৃহস্পতিবার) মিরপুর একাডেমি গ্রাউন্ডে অনুশীলনের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন তামিম। সেখানেই বরিশাল অধিনায়ক জানালেন, এমন একটা দলের হয়ে খেলতে পারাটা ভাগ্যের ব্যাপার। আরও জানান, ট্রফি জিততে পারলে লঞ্চে করে সেটা বরিশাল নিয়ে যেতে চান তারা।

তামিম বলেন, ‘আমরা খুবই ভাগ্যবান যে আমরা এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলি। চিটাগং, সিলেট, ঢাকা যখন যেখানে যে ম্যাচই আমরা খেলি গ্রুপ পর্ব হোক কোয়ালিফায়িং হোক বরিশালের দর্শক সবসময় ছিল। আমরা অনেক ভাগ্যবান। এটাই আমরা বিপিএল নিয়ে স্বপ্ন দেখেছি। একেকটা দলের আলাদা ফ্যানবেইজ থাকবে। যা বরিশাল সফলভাবে করতে পেরেছে গত ২ বছরে। অবশ্যই চেষ্টা থাকবে যদি চ্যাম্পিয়ন হতে পারি ইচ্ছা আছে (লঞ্চে করে)। আমার মনে হয় কোনো এক কারণে যেতে পারিনি। এবার যদি আল্লাহ আমাদের উপর রহমত করে তাহলে অবশ্যই যাব।’

গত আসরে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল বরিশাল। এবার টানা দ্বিতীয় ফাইনালে তাদের প্রতিপক্ষ চিটাগং কিংস। গত মৌসুমে প্রথমবার শিরোপা জেতার তাড়না থাকলেও এবার সেটা ধরে রাখার চ্যালেঞ্জ। দুই ফাইনালের মধ্যে মধ্যে ভিন্ন পার্থক্য দেখছেন তামিম, ‘গতবারের চ্যালেঞ্জ অনেক ভিন্ন ছিল। মাঝের টুর্নামেন্ট থেকে আমরা ১ ম্যাচ বাকি ছিলাম বাদ পড়া থেকে। সেখান থেকে জিতে জিতে ফাইনালে গিয়ে জেতা। এবার একটু ভিন্ন। আমাদের সেরকম চ্যালেঞ্জে পড়তে হয়নি। কোয়ালিফায়িংয়ে এক ম্যাচের উপর অনেক কিছু নির্ভর করে। আমাদের দল এখন অনেক রিল্যাক্স আছে। যদি আমরা প্ল্যান কাজে লাগাতে পারি তাহলে আমাদের পক্ষে আসবে সবকিছু।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

তামিম ইকবাল ফরচুন বরিশাল বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর