Thursday 06 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জা ফখরুলের মেয়ে-জামাইকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৩

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে ড. শামারুহ্ মির্জা ও জামাই ড. ফাহাম আব্দুস সালামকে সংবর্ধনা। ছবি: সারাবাংলা।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ড. শামারুহ্ মির্জা ও জামাই ড. ফাহাম আব্দুস সালামকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ে বে-সরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও জয়নাল আবেদীন মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠানে ড. শামারুহ্ মির্জা ও ড. ফাহাম আব্দুস সালামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ইএসডিও এর নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান। সংবর্ধনায় ছিলেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক দলের ব্যক্তিবর্গরাও তাদের সংবর্ধনা দেন।

ড. শামারুহ্ মির্জা তার বক্তব্যে বলেন, পরিশ্রম ছাড়া জীবনে সফলতা কখনো আসে না, তাই পরিশ্রমের কোনো বিকল্প নেই। জীবনে সফলতা পেতে হলে পরিশ্রমই তার মূল চাবিকাঠি।

তরুণদের উদ্দেশ্যে ড. ফাহাম আব্দুস সালাম বলেন, সত্যের পথে চলা ও সত্যকে সত্য বলার মধ্য দিয়েই জীবনের চলার পথ সহজ করা সম্ভব। কারণ মিথ্যা আশ্রয় নিলে সেটা মিথ্যাই থেকে যাবে।

ইএসডিও এর নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন। বিশিষ্ট শিক্ষাবিদ মনতোষ কুমার দে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন প্রমুখ।

সারাবাংলা/এসআর

ঠাকুরগাঁও ড. ফাহাম আব্দুস সালাম ড. শামারুহ্ মির্জা ফখরুলের মেয়ে-জামাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল মির্জা ফখরুলের মেয়ে সংবর্ধনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর