একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দল
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৪ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৭
ঢাকা: একুশে পদক ২০২৫-এর জন্য মনোনীতদের নামের তালিকা প্রকাশ করেছে সরকার। চলচ্চিত্র, সঙ্গীত, আলোকচিত্র, শিল্প সংস্কৃতি ভাষা ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ বিশিষ্ট নাগরিককে এই পদক দেওয়া হবে। এর মধ্যে ছয়জন মরণোত্তর এই সম্মাননা পাচ্ছেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
পদকের জন্য মনোনীত বিশিষ্টজনেরা হলেন- শিল্পকলা (চলচ্চিত্র) আজিজুর রহমান (মরণোত্তর), শিল্পকলা (সঙ্গীত) উস্তাদ নিরোদ বরন বড়ুয়া (মরণোত্তর), শিল্পকলার (সঙ্গীত) ফেরদৌস আরা, শিল্পকলা (আলোকচিত্র) নাসির আলী মামুন, শিল্পকলা (আলোকচিত্র) রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজ উল্লা (মরণোত্তর)।
এ ছাড়া, সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ড. শহীদুল আলম, শিক্ষায় ড. নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদি হাসান খান, সমাজসেবায় মো. ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর), গবেষণায় মঈনুল হাসান এবং ক্রীড়ায় বাংলাদেশ নারী ফুটবল দল।
সারাবাংলা/জেআর/পিটিএম