গণহত্যার বিচার ও দাবি পূরণ না হওয়ায় ক্ষোভ শহিদ পরিবারের
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৫ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৬
ঢাকা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতিসহ অন্যান্য দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন শহিদ পরিবারের সদস্যরা। এ সময় সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও উপদেষ্টা নাহিদকে তাদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান শহিদ পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর শাহবাগে অবস্থান করার পর বিকেল পর্যন্ত সারজিস, হাসনাত ও নাহিদ ঘটনাস্থলে না আসায় তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে সমালোচনা করেন গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যরা।
তারা বলেন, ‘তোমরা আজ আমাদেরকে চাওনা? শহিদ পরিবারকে চাওনা? হাসনাত, সারজিস তোমরা যখন ডাক দিয়েছিল তখন আমাদের ছেলেরা তোমাদের ডাকে দৌঁড়ে রাজ পথে ছুটে এসেছিল। ঘরে থাকতে পারে নাই।’
সারজিস, হাসনাত এবং অন্যান্য সমন্বয়কদের উদ্দেশে শহিদ সাইম হোসেনের মা বলেন, ‘শহিদের মায়েরা এবং তাদের পরিবার আজ রাস্তায়, তোমরা কিভাবে ঘরে বসে আছো। শহিদের মায়েরা আজ রাস্তায় নেমে অসম্মানিত হচ্ছে, অথচ তোমরা এখনো আসোনি। আমাদের পাশে দাঁড়াচ্ছ না। আমার কি তাহলে ধরে নেব যে যারা শহিদ হয়েছে তাতে তোমাদের কিছু যায় আসে না। এটাই কি তোমাদের ইচ্ছা? এটাই কি তোমাদের চাওয়া ছিল?’
শহিদ পরিবারের সদস্যরা বলেন, ‘আজ শহিদ পরিবার কেন রাস্তায় নেমেছে? এটা তো উচিত ছিল না। এ জন্য তোমাদের লজ্জা হওয়া উচিত। কেন তোমাদের লজ্জা হচ্ছে না? হাসনাত, সারজিস তোমরা আমাদের ডাকে আমাদের পাশে এখন কেন আসো না? তোমরা তো কেউ শহিদ হওনি, কষ্ট তোমরা কিভাবে বুঝবা। তোমরা কোনো শহিদের মায়ের যন্ত্রণা বুঝ না।’
সবার পক্ষ থেকে শহিদ সাইম হোসেনের মা বলেন, ‘আমরা সকাল থেকে রাস্তায়। কিন্তু তোমাদের কারো কোনো খবর নাই। তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করোনি। দাবি দাওয়া নিয়ে তোমরা আমাদের সঙ্গে কথা বলছো না। নাহিদ, সারজিস তোমাদের উচিত ছিল ড. ইউনূসের সঙ্গে আমাদের বসিয়ে কথা বলিয়ে দেওয়া। কিন্তু তোমাদের আমরা পাচ্ছি না। তাহলে আমাদের সন্তানরা তোমাদের ডাকে এসে ভুল করেছে? তোমরা একা আন্দোলন করোনি, শত শত মায়ের সন্তান আন্দোলনে ছুটে এসেছে। তোমরা তো শান্তিতে ঘুমাও, কিন্তু রাতে আমাদের ঘুম হয় না।’
তিনি বলেন, ‘আমাদের আহ্বান থাকবে, তোমরা এসে শহিদ পরিবারের সঙ্গে কথা বলে ড. ইউনূসের সঙ্গে কথা বলার সুযোগ করে দাও।’
সারাবাংলা/এইচআই