‘খুলনা যুবদলে মাদক ব্যবসায়ী, টেন্ডারবাজ ও চাঁদাবাজের জায়গা হবে না’
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৬
খুলনা: খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. শফিকুল আলম মনা বলেছেন, খুলনা মহানগর যুবদল হবে সু-সংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন। এখানে কোনো মাদক ব্যবসায়ী, টেন্ডারবাজ ও চাঁদাবাজের জায়গা হবে।’
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে খুলনা মহানগর যুবদলের নতুন আহ্ববায়ক কমিটি দেওয়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গড়ে ওঠা এই সংগঠন, নেতৃত্বের ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে কাজ করেছে। আর এখন বাংলাদেশের তরুণ সমাজের আস্থা ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র রক্ষা, গণমানুষের উন্নয়ন, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে নিরলস কাজ করে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘দেশে প্রতিটি সংকটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অগ্রনী ও সাহসী ভূমিকা রেখেছে। পতিত হাসিনা সরকারকে বিদায় করতে রাজপথে যুবদল যে সাহসী ভূমিকা রেখেছে তা দেশের মানুষ মনে রাখবে।’
নবগঠিত যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, ‘যুবদল, তরুণদের শক্তি এবং তাদের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে। যুবদলের প্রতিষ্ঠা আমাদের দেখিয়েছে, কিভাবে একটি প্রজন্ম ইতিহাস রচনা করতে পারে। আজও যখন আমরা যুবদলের কথা স্মরণ করি, তখন সেই তীব্র আবেগ, সেই দেশপ্রেম ও দায়িত্বশীলতার চেতনা আমাদের মনে জেগে ওঠে। বাংলাদেশের ইতিহাসে যুবদল একটি চিরন্তন প্রেরণার উৎস, যা আজও আমাদের সামনে নতুন উদ্যমে দাঁড়িয়ে থাকার সাহস যোগায়।’
তুহিন বলেন, ‘সুমন-রুবেলের নেতৃত্বে খুলনা মহানগর যুবদল হবে পরিচ্ছন্ন সংগঠন। যেখানে কোনো মাদক ব্যবসায়ী, চাদাঁবাজ ও টেন্ডারবাজদের জায়গা হবে না।
তুহিন আরও বলেন, ‘বিগত জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থান ছিল বিএনপির ১৬ বছরের আন্দোলনের এক গৌরবময় অধ্যায়, যা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনারই ফসল। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দায়বদ্ধ এবং দেশের প্রয়োজনে যখনই ডাক পড়বে, তখনই আবারও ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত থাকতে হবে ‘
নবগঠিত মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে আনন্দ মিছিল শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয় যুবদল।
সারাবাংলা/এইচআই