নওগাঁ
আ.লীগ কার্যালয় ভাঙচুর, সাবেক খাদ্যমন্ত্রীর বাড়িতে আগুন
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪১ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৯
নওগাঁ: নওগাঁয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। এ সময় কার্যালয়টি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে থেকে নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে অবস্থিত কার্যালয়টি ভাঙচুর করা হয়। খুলে ফেলা হয় কয়েকটি সার্টার ও দুইটি লোহার জানালা।
আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের পর কার্যালয়টিতে “গণশৌচাগার” লিখে একটি ব্যানার ঝুঁলিয়ে দেওয়া হয়। এ সময় নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
পর বিক্ষুদ্ধ ছাত্র-জনতা শহরের পোষ্ট অফিসপাড়ায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের বাসায় আগুন লাগিয়ে দেয় এবং বুলডোজার দিয়ে বাসার সামনের গেট ভেঙে ফেলে।
সারাবাংলা/এসআর
আ.লীগ কার্যালয় ভাঙচুর নওগাঁ সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র সাবেক খাদ্যমন্ত্রীর বাড়িতে আগুন