Tuesday 06 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কোনো অবস্থাতেই পেশি শক্তির ব্যবহার উচিত হবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪১ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৬

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ইসলামী যুব আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৫ম সম্মেলনে বক্তব্য রাখেন দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

ঢাকা: ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “বর্তমান সরকারকে বুদ্ধি দিয়ে পরিস্থিতি কন্ট্রোল করতে হবে। সরকার যদি ভুল কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে দেশ রসাতলে যাবে। কোনো অবস্থাতেই পেশি শক্তির ব্যবহার উচিত হবে না।”

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৫ম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ ফয়জুল করীম বলেন, “শক্ত হাতে দেশ পরিচালনা করুন। দুর্বল হাতে এই দেশ চালানো সম্ভব নয়। শক্ত হাতে দেশ পরিচালনা না করলে এমন বিপদে পড়বেন, যে বিপদ থেকে আপনি রক্ষা পাবেন না এবং গোটা জাতিও রক্ষা পাবে না।’’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘যদি দুর্বলতা প্রকাশ করেন, তাহলে এই জাতি নিমজ্জিত হবে। আশা-আকাঙ্ক্ষা সবকিছু ভেসে যাবে। এই দুর্ভাগা জাতি আবারও দুর্ভোগের মধ্যে পড়ে যাবে। দেশকে স্থিতিশীল করার জন্য প্রশাসনকে কন্ট্রোল করুন। প্রশাসন কন্ট্রোল করতে না পারলে অবস্থা খুবই খারাপ হবে, যেটা চিন্তাও করতে পারবেন না।’’

সৈয়দ ফয়জুল করীম বলেন, ‘‘ইসলামী আন্দোলন সবসময় দেশ ও জাতির কল্যাণে যুব শক্তির ইতিবাচক ব্যবহারের পক্ষে কাজ করে যাচ্ছে। দেশের তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে শিক্ষা, দক্ষতা ও আত্মোন্নয়নের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় যুব সমাজের পাশে আছে এবং ভবিষ্যতেও তাদের উন্নয়ন ও নৈতিক শিক্ষার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার এই আন্দোলনে সকল সচেতন যুবক ও নাগরিকদের এগিয়ে আসতে হবে।’’

ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ আল-আমিন সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ ওয়ালিউল্লাহ্ তালুকদারের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলান বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের শিল্প ও কল কারখানা সম্পাদক এমদাদুল ফেরদৌস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আব্দুল আউয়াল মজুমদার প্রমুখ।

সারাবাংলা/এজেড/আরএস
বিজ্ঞাপন

আরো