Thursday 06 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪১ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১০

চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক। ছবি: সারাবাংলা।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেককে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা শহরের কবরী রোডে স্থানীয়রা তাকে ধরে পুলিশে দেয়।

গ্রেফতার হওয়া তারেক চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঝেরপাড়ার মরহুম আব্দুল ওহাবের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, ককটেল বিস্ফোরণ ঘটায় তারেক। হামলায় ছাত্র-ছাত্রীরা গুরুতর জখম হয়। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর সে আত্মগোপনে চলে যায়। ১৯ আগস্ট চুয়াডাঙ্গা সদর থানায় হামলার ঘটনায় মামলা হয়। ওই মামলায় তারেককে গ্রেফতার দেখানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসআর

গ্রেফতার চুয়াডাঙ্গা ছাত্রলীগ নেতা গ্রেফতার

বিজ্ঞাপন

১৭ মে আইএসপিএবি’র ভোট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৪

শুভ কামনায় সিক্ত বিআইজেএফ নেতারা
৬ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১২

আরো

সম্পর্কিত খবর