Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলীগের বিচারের দাবিতে তিতুমীর ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি

তিতুমীর কলেজ প্রতিনিধি
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১১ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৪

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের উদ্যোগে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হয়েছে। এসময় তারা কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শুরু হয় এই কর্মসূচি। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান এবং প্লেকার্ডের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন, সদস্য সচিব সেলিম রেজা, যুগ্ম-আহবায়ক হামদে রাব্বি আকরাম, আরিফ মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা চালানো নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ছাত্রদল নেতাদের দাবি, তিতুমীর কলেজসহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও সাধারণ শিক্ষার্থীদের ওপর যে নিপীড়ন চালানো হয়েছে, তার সুষ্ঠু বিচার করা প্রয়োজন।

তিতুমীর কলেজ ছাত্রদল শাখার আহ্বায়ক ইমাম হোসেন বলেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের মতো তিতুমীর কলেজেও সাধারণ শিক্ষার্থীদের ওপর নিপীড়ন চালানো হয়েছে। তাই কলেজ কর্তৃপক্ষ ও সরকারের কাছে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানানো হয়েছে।

কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আরিফ মোল্লা জানান, জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তিনি শিক্ষাঙ্গনে অব্যাহত নিপীড়নের অবসান এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে সরকারকে বিদায় নেওয়ার আহ্বান জানান।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছয় মাস পার হয়ে গেলেও এখনো পর্যন্ত আমরা কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেখিনি। যাদের আশ্রয়-প্রশ্রয়ে এই নিষিদ্ধ সংগঠনের সদস্যরা সহিংসতা চালিয়েছে, তাদেরও এখনো বহিষ্কার করা হয়নি। আমরা ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছি, কিন্তু আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র বিনির্মাণের জন্য আমাদের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা আজ শুধু তিতুমীর কলেজে নয়, বরং সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করছি। যতদিন না পর্যন্ত নিষিদ্ধ সংগঠনের বিচার হয়, ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে।

সারাবাংলা/এমআর/এসএইচএস

ছাত্রদল সরকারি তিতুমীর কলেজ

বিজ্ঞাপন

মেলার ১১ম দিনে নতুন বই এলো ৯১টি
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৯

আরো

সম্পর্কিত খবর