Thursday 06 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির বাস্কেটবল টিমকে সিটিজেনস ব্যাংকের ১০ লাখ টাকার চেক হস্তান্তর

ঢাবি করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৫

বাস্কেটবল টিমের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান চেক গ্রহণ করেন

ঢাবি: নেপালের রাজধানী কাঠমুন্ডুতে অনুষ্ঠিত হতে যাওয়া ওপেন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) টিমকে ১০ লাখ টাকার স্পন্সরশীপ চেক হস্তান্তর করেছে সিটিজেনস ব্যাংক।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ওই চেক হস্তান্তর করেন সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম। এতে বাস্কেটবল টিমের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান চেক গ্রহণ করেন।

বিজ্ঞাপন

এ সময় ঢাবি উপাচার্য বলেন, ‘সিটিজেন ব্যাংকের এমন উদ্যোগে আমরা প্রকৃত অর্থে খুশি হয়েছি। আমাদের সীমাবদ্ধতা এতটাই প্রবল যে এই টিমের জন্য কিছুই করতে পারিনি। শুধু সরকারের ফান্ডিং দিয়ে এ ধরনের প্রতিষ্ঠান চলবে না। আমরা সমাজকে সঙ্গে নিয়ে চলতে চাই। দেশ-বিদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যালামনাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দেখা যাবে সিটিজেন ব্যাংকেও আমরা বেশ কিছু অ্যালামনাই পাবো। আমরা প্রত্যাশা রাখি, সিটিজেন ব্যাংকসহ অন্যান্য যারা রয়েছেন সবাইকে এই প্রতিষ্ঠানকে সামনে এক হয়ে এগিয়ে নিয়ে যাবেন।’

এমন প্রয়াস চলমান থাকবে উল্লেখ করে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম বলেন, ‘আমরা নতুন ব্যাংক তারপরে নানা সীমাবদ্ধতার পর আমাদের ক্ষুদ্র প্রয়াসে ক্রীড়াঙ্গণে ভূমিকা রাখা চেষ্টা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমাদের এমন সুযোগ প্রদান করায় আমরা গর্বিত। আমরা আশা রাখি, এই টিম ভালো করবে এবং আগামীতে আমরা ক্ষুদ্র প্রয়াসে এমন কর্মকাণ্ডে কনট্রিবিউট করার প্রয়াস অব্যাহত রাখব।’

বিজ্ঞাপন

এতে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মো. ওয়াহিদ ইমাম, বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, বাস্কেটবল টিম ক্যাপ্টেন বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের শিক্ষার্থী রাফিউল হক রাফিসহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এআইএন/এইচআই

ঢা‌বি ঢাবির বাস্কেটবল টিম সিটিজেনস ব্যাংক

বিজ্ঞাপন

খুলনায় শেখ হাসিনার গোডাউন ভাঙচুর
৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৭

আরো

সম্পর্কিত খবর