Thursday 06 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলায় ব্রেস্ট ফিডিং সেন্টার, মায়েদের স্বস্তি

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৭ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫১

ঢাকা: যাত্রাবাড়ীর তামান্না ইসলাম তার কোলের শিশুকে নিয়ে অমর একুশে বইমেলায় এসেছেন। কিন্তু বিপত্তি বাধে যখন তার মেয়ে ক্ষুধায় কান্না শুরু করে। এমন সময় বইমেলায় ব্রেস্ট ফিডিং সেন্টারটি খুঁজে পেয়ে স্বস্তি প্রকাশ করেন এই মা।

সারাবাংলাকে তামান্না ইসলাম বলেন, আগে বন্ধুদের সঙ্গে বইমেলায় অনেকবার ঘুরতে এসেছি কিন্তু এবার নিজের কোলের মেয়েকে সঙ্গে নিয়ে মেলায় ঘুরতে খুবই ভালো লাগছে। এ অনুভূতিটা একেবারেই ভিন্ন। কিন্তু যখন মেয়ে খাবারের জন্য কান্না করছিল তখন খুব উদ্বিগ্ন গিয়েছিলাম। এমন জনকোলাহলপূর্ণ জায়গায় মেয়েকে কিভাবে ব্রেস্ট ফিডিং করব। এমন সময় জানতে পারি, বইমেলায় ব্রেস্ট ফিডিং সেন্টার’র বিষয়ে। এটি দেখে আমার খুবই ভালো লেগেছে। আমার মেয়েও শান্ত হয়ে গেছে। আর আমিও সেই স্বস্তিতেই পুরো মেলা ঘুরে বেড়াতে পারছি। ধন্যবাদ মেলা কর্তৃপক্ষকে।

বিজ্ঞাপন

তামান্না ইসলামের মতো এমন অনেক মা আছেন, যারা কোলের শিশুকে নিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করেন। কিন্তু বেস্ট ফিডিং করানোর জন্য উপযুক্ত জায়গা না পাওয়ায় বের হতে চান না। বইমেলা থেকে এমন মায়েরা যেন দূরে না থেকে যান তাই গত বছরের মতো এবারো বইমেলায় রয়েছে ব্রেস্ট ফিডিং সেন্টার।

বইমেলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ব্রেস্ট ফিডিং সেন্টারটি স্থাপন করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথ থেকে বরাবর পুলিশ কন্ট্রোল রুমের দক্ষিণ পাশে।

নারায়ণগঞ্জ থেকে মেলায় ঘুরতে আসা আরেক বইপ্রেমী মা রিমা রহমান, এমন উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, ‘এমন উদ্যোগের ফলে কোলের শিশুকে নিয়ে আর কোনো মাকে বিপাকে পড়তে হবে না।’

বিজ্ঞাপন

বইমেলার মতো এমন উদ্যোগ রাজধানীর আরও জনকোলাহলপূর্ণ জায়গায় স্থাপন করা আহ্বান জানান অনেকেই।

সারাবাংলা/এনএল/এইচআই

বইমেলা ২০২৫ ব্রেস্ট ফিডিং সেন্টার

বিজ্ঞাপন

মেলার ৬ষ্ঠ দিনে নতুন বই এসেছে ৮০টি
৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

খুলনায় শেখ হাসিনার গোডাউন ভাঙচুর
৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৭

আরো

সম্পর্কিত খবর