Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৭ মে আইএসপিএবি’র ভোট

সাারাবাংলা ডেস্ক
৬ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৪

ঢাকা: নানা সমালোচনা ও প্রতিবাদে মুখে দায়িত্ব পালনের এক বছরের মাথায় ফের ছাড়তে হলো ইন্টারনেট সেবা দাতাদের প্রতিষ্ঠান আইএসপিএবির ভোটের গাড়ি। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সদস্যদের কাছে পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের তফসিল। ‌

তফসিল অনুযায়ী, আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে আইএসপিএবি’র ২০২৫-২৭ দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির ভোট গ্রহণ।

নির্বাচন ভোট চেয়ারম্যান মোহাম্মদ আলী সই করা তফসিল থেকে জানা গেছে, ৯ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ শেষে শুরু হবে মনোনয়নপত্র বিতরণ। চলবে ১৬ এপ্রিল পর্যন্ত।

নির্বাচন তফসিল অনুযায়ী, সোমবার (২৪ মার্চ) বিকেল ৪টায় প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৭ এপ্রিল মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা। ২৭ এপ্রিল বিকেল পাঁচটায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

জানা গেছে, এবার মনোনয়ন পত্রমূল্য দ্বিগুণ করা হয়েছে। পরিচালক পদে সাধারণ সদস্যদের জন্য এক লাখ টাকা, সহযোগী সদস্যদের জন্য পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা সংগ্রহ করতে ব্যয় করতে হবে এক হাজার টাকা।

সারাবাংলা/এইচআই

আইএসপিএবি

বিজ্ঞাপন

‘আমরা আওয়ামী লীগের দোসর না’
১৮ এপ্রিল ২০২৫ ১৬:০৬

আরো

সম্পর্কিত খবর