Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলে ফেলা হলো জবি ছাত্রী হলের নেমপ্লেট

জবি করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০০

খুলে ফেলা হলো জবি ছাত্রী হলের নেমপ্লেট। ছবি: সংগৃহীত

ঢাকা: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মায়ের নামে তৈরি ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’র নেমপ্লেট খুলে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিক্ষার্থীদের দাবির মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হলের নেমপ্লেটটি খুলতে দেখা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘কমিটি নাম প্রস্তাব করলে দ্রুতই সিন্ডিকেটের মাধ্যমে তা পাস করে ছাত্রী হলের নতুন নাম চূড়ান্ত করা হবে।’

উল্লেখ্য, ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার আগেই রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর শুরু করে ছাত্র-জনতা। এক পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল রাত থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের নাম পরিবর্তনের জন্য শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে পোস্ট দিতে দেখা যায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

বিজ্ঞাপন

দূষিত নগরীর তালিকায় আজ ঢাকা ২৩তম
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৩

আরো

সম্পর্কিত খবর