কাকরাইলে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৪
ঢাকা: রাজধানীর কাকরাইল মোড়ে যাত্রাবাহী বাসের ধাক্কায় শ্রী বাবুল ঘোষ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
পথচারী মো. ফিরোজ আহমেদ বলেন, ‘রাতে ওই ব্যক্তি কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ভিক্টর পরিবহণ নামে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে এলে মারা যায়। তবে ঘটনার পরপরই বাসটিকে আটক করেছে স্থানীয়রা।’
হাসপাতালে মৃত বাবুল ঘোষের খালাতো ভাই জগদ্বীস ঘোষ বলেন, ‘তাদের বাসা তাঁতীবাজার গোয়ালনগর এলাকায়। পল্টনে একটি ইলক্ট্রিকের দোকানে কাজ করতেন। কাকরাইলে তার এক বড় ভাই থাকে। সেখান থেকে বাসায় ফেরার কথা ছিল। পরে জানতে পারি কাকরাইল এলাকায় বাসের ধাক্কায় আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। পরে হাসপাতালে এসে মৃত অবস্থায় দেখতে পাই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কাকরাইল থেকে ওই ব্যক্তিকে পথচারীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথচারীরা জানিয়েছেন, বাসের ধাক্কায় তিনি আহত হয়েছিল। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম