Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেলার ৬ষ্ঠ দিনে নতুন বই এসেছে ৮০টি

সারাবাংলা ডেস্ক
৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৯

দিন গড়াচ্ছে, মেলায় বাড়ছে পাঠক। ছবি: সারাবাংলা

ঢাকা: অমর একুশে বইমেলা ২০২৫-এর ষষ্ঠ দিন ছিল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি)। এদিন মেলায় নতুন বই এসেছে ৮০টি। বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্মরণ : মাহবুবুল হক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন তারিক মনজুর। আলোচনায় অংশ নেন মাহবুব বোরহান এবং মুহাম্মদ আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন সৈয়দ আজিজুল হক।

বিজ্ঞাপন

লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- টোকন ঠাকুর এবং জাকির আবু জাফর। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন- কবি সাখাওয়াত টিপু এবং কবি জব্বার আল নাঈম। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী শহীদুল ইসলাম এবং আশরাফুল হাসন বাবু।

এদিন ছিল শাহাবুদ্দিন আহমেদ দোলনের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘সুরসুধা সংগীতায়ন’ এবং সাইফুল ইসলামের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘উজান’-এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী আজগর আলীম, সৈয়দ আশিকুর রহমান, খায়রুল ওয়াসি, মো. মানিক, অগ্নিতা শিকদার মুগ্ধ এবং আঁখি আলম। যন্ত্রাণুষঙ্গে ছিলেন আব্দুল মতিন (তবলা), ডালিম কুমার বড়ুয়া (কী-বোর্ড), নাজমুল আলম খান (মন্দিরা) এবং মো. আতিকুল ইসলাম (বাঁশি)।

এদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাজনিত কারণে আগামী ৮ ফেব্রুয়ারি (শনিবার) ও ১৫ ফেব্রুয়ারি (শনিবার) অমর একুশে বইমেলা শুরু হবে সকাল ১১ টার পরিবর্তে দুপুর ২টায়। এই দুই দিন মেলায় থাকবে না পূর্বঘোষিত শিশুপ্রহর।

সারাবাংলা/পিটিএম

নতুন বই বইমেলা ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর