Thursday 06 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণঅভ্যুত্থানের ফসল নষ্ট না করার আহ্বান উপদেষ্টা মাহফুজের

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৫৭

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: গণঅভ্যুত্থানের ফসল নষ্ট না করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, শত্রুরা আপনাদের যেভাবে দেখতে ও দেখাতে চায়, সেপথে না যাওয়াই এদেশের জন্য ভালো।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজস্ব আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

পোস্টে মাহফুজ আলম লিখেন, ‘থামুন! শান্ত হোন। সরকারকে কাজ করতে দিন। বিচার ও সংস্কার হবেই। আমি জানি এ উত্তপ্ত মৌসুমে কেউ থামতে বলবে না আপনাদের। কিন্তু, আপনারা গালি দিলেও বলব, থামুন।’

তিনি বলেন, ‘জনগণ এবার রাজনৈতিকভাবে শিক্ষিত হবার সুযোগ পেয়েছে। এখন গঠনমূলক রাজনীতির সময়। উত্তম বিকল্প দেখানোর সময়। প্রতিরোধের প্রয়োজনেই দরকার নিজেদেরকে প্রশিক্ষিত, প্রাজ্ঞ ও স্থির করে তোলা।’

তিনি আরও লিখেন, ‘এটা দীর্ঘমেয়াদী লড়াই। প্রস্তুতি নিন, হঠকারিতা করবেন না। অভ্যুত্থানের ফসল নষ্ট করবেন না। শত্রুরা আপনাদের যেভাবে দেখতে ও দেখাতে চায়, সেপথে না যাওয়াই এদেশের জন্য ভালো।’

উপদেষ্টা মাহফুজ বলেন, ‘হাসিনার দিয়ে যাওয়া ট্রমা যেন আপনাদের উপর ছায়া না ফেলে। আমরা একটা নূতন সমাজ ও রাষ্ট্র গড়বই। দীর্ঘপথ, কিন্তু আমাদের জাতির সামনে আর কোন বিকল্প নাই।’

সারাবাংলা/পিটিএম

উপদেষ্টা টপ নিউজ মাহফুজ আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর