যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের পশ্চিম তীর জুড়ে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
ফিলিস্তিনের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুরো সপ্তাহব্যাপী ইসরায়েলি সেনাবাহিনীর একের পর এক অভিযানে ক্ষতিগ্রস্থ হচ্ছে জেনিনের শরণার্থী শিবির।
ইতোমধ্যে, হেবরনের উত্তরের বেইত কাহিল শহর, রামাল্লাহর জালাজোন ক্যাম্প এবং এল-বিরেহ গভর্নরেটে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রামাল্লাহর পশ্চিমে কাফর নিমা শহরেও হামলা চালিয়েছে তারা।
এছাড়াও, তুলকারেমে ফিলিস্তিনি পরিবারগুলোকে তাদের বাড়িঘর থেকে জোরপূর্বক বের করে সেগুলিকে সামরিক ব্যারাক হিসেবে পুনর্ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী।
উল্লেখ্য, প্রায় ১৫ মাসের যুদ্ধের পর গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এর পরপরই দখল করা পশ্চিম তীরের জেনিনে ‘আয়রন ওয়াল’ নামে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।
এদিকে, যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এবং ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করে এই এলাকা পুনর্গঠনের পরিকল্পনা বাস্তবায়ন করবে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এই প্রকল্প গাজাকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরায়’ পরিণত করতে পারে।
ট্রাম্পের গাজা দখলের এই ঘোষণার নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ অন্যান্য আরব দেশগুলো। এমনকি যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান কর্মকর্তারাও এ নিয়ে নিন্দা জানিয়েছেন।