Friday 07 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবার পর ছেলেও অধিনায়ক, নতুন ইতিহাস গড়লেন ক্যাম্পবেল

স্পোর্টস ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:০৩

বাবার পর জাতীয় দলের অধিনায়ক হলেন জোনাথন

বাবা অ্যালিস্টার ক্যাম্পবেল ছিলেন জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার, নেতৃত্ব দিয়েছেন জাতীয় দলকেও। ছেলে জোনাথন ক্যাম্পবেলও হাঁটলেন বাবার পথেই। আর এতে গড়লেন নতুন ইতিহাসও। আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক টেস্টেই দলকে নেতৃত্ব দিয়েই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ক্যাম্পবেল।

১৯৯৬ সালে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার জিম্বাবুয়েকে নেতৃত্ব দিয়েছিলেন অ্যালিস্টার ক্যাম্পবেল। ২৯ বছর পর তারই ছেলে জোনাথন আয়ারল্যান্ডের বিপক্ষে দলের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছে। টেস্ট ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে বাবার পর দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়লেন জোনাথন।

বিজ্ঞাপন

টেস্টে অনন্য এই রেকর্ড সবার আগে গড়েছিলেন ইংল্যান্ডের জর্জ ম্যান। বাবা ফ্র্যাঙ্ক ম্যানের মতো তিনিও ইংলিশদের টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। এই রেকর্ড আছে আরেক ইংলিশ ক্রিকেটার ক্রিস কোড্রেরও। বাবা কলিন কোড্রের মতো তিনি টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছেন।

এশিয়ার ভেতর এই রেকর্ড আছে ভারতের পতৌদি পরিবারের। বাবা ইফতিখার আলী খান পতৌদির মতো ছেলে মনসুর আলী খান পতৌদিও ভারতের টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে দলকে নেতৃত্ব দিয়ে জোনাথন গড়েছেন আরেকটি রেকর্ড। দক্ষিণ আফ্রিকার নিল ব্র্যান্ডের পর এই শতাব্দীর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকেই দলকে নেতৃত্ব দিচ্ছেন জোনাথন।

সারাবাংলা/এফএম

জিম্বাবুয়ে জোনাথন ক্যাম্পবেল বাবা-ছেলে অধিনায়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর