Friday 07 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৬ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৩

দুর্বৃত্তদের গুলিতে নিহত মামুন হোসাইন।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে ডেকে নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন হোসাইনকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ফতুল্লার পূর্ব লালপুর এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মামুন হোসাইন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি ফতুল্লার পূর্ব লালপুর এলাকার মৃত সমর আলী বেপারীর ছেলে।

নিহত মামুনের বড় ভাই আমজাদ জানান, মামুন বাসায় ঘুমিয়ে ছিল। তাকে কে বা কারা বাসা থেকে ডেকে রেললাইন সংলগ্ন মামুনের মালিকানাধীন মা-বাবার দোয়া নামের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নিয়ে যায়। সেখানেই মামুনকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পরিবারের সদস্যদের সহযোগিতায় খানপুর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার মামুনকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামাল মিয়া জানান, নিহত মামুন হোসাইনের ইট, বালু, সিমেন্ট ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতি রাতে লোড আনলোডের সময় তিনি উপস্থিত থাকেন। শুক্রবার ভোর সাড়ে ৪টায় তাকে ফোন করে ডেকে আনা হয়, ওই সময় তাকে গুলি করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

সারাবাংলা/এমপি

গুলি করে হত্যা দুর্বৃত্তদের গুলি নিহত

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক
৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৬

আরো

সম্পর্কিত খবর