Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমেছে তাপমাত্রা, প্রভাব নেই ঢাকাতে

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৯ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৯

দেখা মিলেছে সূর্যের, কুয়াশা কেটেছে। ছবি: সারাবাংলা

ঢাকা: সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেললসিয়াস পর্যন্ত কমেছে। তবে তার প্রভাব রাজধানী ঢাকাতে দেখা যাচ্ছে না। সকাল থেকে রোদ, দুপুরেও স্বাভাবিক তাপমাত্রা। এদিকে বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। আর শনিবার (৮ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারাদেশে রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শনিবার তাপমাত্রা বাড়তে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, আসছে সপ্তাহের শুরু থেকেই রাত এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

এদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাদল পর্যন্ত অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করলেও বাংলাদেশে এর কোনো প্রভাব পড়বেনা বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সারাবাংলা/জেআর/এমপি

আবহাওয়া তাপমাত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর