Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উমরাহ্ যাত্রীদের বাধ্যতামূলক টিকার শর্ত বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৬ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৯

পবিত্র কাবা। ছবি: সংগৃহীত

ঢাকা: উমরাহ্ যাত্রীদের জন্য বাধ্যতামূলক মেনিনজাইটিস টিকাদানের শর্ত বাতিল করেছে সৌদি আরব। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেশটির সাধারণ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সকল এয়ারলাইনসকে নতুন টিকাদান এই নির্দেশিকা সম্পর্কে অবহিত করেছে।

এর আগে, সকল উমরাহ্ যাত্রীদের মেনিনজাইটিস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে টিকা গ্রহণ বাধ্যতামূলক ছিল। পূর্ববর্তী নিয়ম অনুযায়ী, মেনিনজাইটিস টিকাটি সৌদি আরবে পৌঁছানোর সর্বোচ্চ তিন বছর ও ন্যূনতম দশ দিন আগে গ্রহণ করতে হতো। তবে নতুন নির্দেশনা অনুযায়ী, উমরাহ্ যাত্রীদের আর এই টিকার প্রমাণ প্রদর্শন করতে হবে না।

বিজ্ঞাপন

গত বছরের মার্চ মাসে সৌদি কর্তৃপক্ষ হজ ও উমরাহ্ যাত্রীদের জন্য ফ্লু টিকা গ্রহণের বাধ্যবাধকতা চালু করেছিল। যদিও এখন মেনিনজাইটিস টিকাটি বাধ্যতামূলক নয়, স্বাস্থ্য কর্মকর্তারা ৬৫ বছর বা তার বেশি বয়সীদের এবং দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভোগা ব্যক্তিদের জন্য নিউমোক্কাল টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ ফ্লু ও অন্যান্য প্রয়োজনীয় টিকা গ্রহণের জন্য নির্ধারিত সময়সীমা ১০ দিন থেকে বাড়িয়ে ১৫ দিন করেছে। এই পরিবর্তনের লক্ষ্য হলো যাত্রীদের পর্যাপ্ত সময় দেওয়া, যাতে তারা যথাযথ টিকাদান নিশ্চিত করে তাদের ধর্মীয় সফরে অংশ নিতে পারেন।

সারাবাংলা/এমএইচ/এমপি

উমরাহ্‌ জিএসিএ মেনিনজাইটিস টিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর