Friday 07 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্রুত নবম পে-স্কেল ঘোষণা ও ৫০ ভাগ মহার্ঘভাতাসহ ৫ দফা দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১২

৫ দফা দাবি জানিয়েছে ১১-২০ গ্রেড সকরারি চাকরিজীবী জাতীয় ফোরাম। ছবি: সারাবাংলা

ঢাকা: দ্রুত বৈষম্যমুক্ত নবম পে-স্কেল ঘোষণা ও এর পূর্ববর্তী সময়ের জন্য ৫০ ভাগ মহার্ঘভাতা প্রদান, টাইম স্কেল, সিলেকশন গ্রেড পূর্নবহালসহ ৫ দফা দাবি জানিয়েছে ১১-২০ গ্রেড সকরারি চাকরিজীবী জাতীয় ফোরাম।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব এবং লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মো. মিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে ১৪ লাখ কর্মচারীর দ্রুত নবম পে-স্কেল ঘোষণাসহ ৫ দফা দাবি বাস্তবায়নের সুপারিশ করা হয়।

দাবিসমূহ হলো –

১. দ্রুত নবম পে-কমিশন গঠন করে চলমান বেতন জ্ঞষম্য দূরীকরণের মাধ্যমে নবম পে-স্কেল ঘোষনা ও বর্তমান বাজার ব্যবস্থা অনুযায়ী পে-স্কেল প্রদানের পূর্ব পর্যন্ত সর্ব-নিম্ন ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান, গ্রেড সংখ্যা কমানো ও নবম পে-স্কেল বাস্তবায়ন কমিটিতে ১১-২০ গ্রেডের কর্মচারী প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে।

২. টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পূনঃবহালসহ বিভিন্ন দফতরে বর্তমানে প্রচলিত অসংগতিপূর্ন নিয়োগবিধি পরিবর্তন করে শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরনসহ এক ও অভিন্ন নিয়োগবিধি প্রনয়ন করতে হবে।

৩. ব্লকপোষ্ট প্রথা বিলুপ্ত করে সকল পদে সমহারে পদোন্নতি প্রদান, আউটসোর্সিং প্রথা বাতিলকরতে হবে।

৪. সকল দফতর অধিদফতর, পরিদফতর, সায়ত্বসাশিত প্রতিষ্ঠান ও করপোরেশনে কর্মরত কর্মচারীদের সচিবালয়ের ন্যায় পদ পদবী ও গ্রেড প্রদান, বর্তমান বাজার ব্যবস্থার সাথে সমন্বয় করে বাড়ি ভাড়া চিকিৎসা, টিফিন ভাতা যাতায়াত ভাতা শিক্ষা ভাতাসহ সকল ভাতা বৃদ্ধি করতে হবে।

বিজ্ঞাপন

৫. পেনশনের হার ৯০ ভাগের স্থলে ১০০ ভাগ ও গ্রাচুইটির হার ১ টাকা সমান ২৩০ টাকার স্থলে ১ টাকার ৫০০ টাকা করা, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত সকলকে ঝুঁকি ভাতা প্রদান, টেকনিক্যাল কাজে নিয়োজিত সকলকে টেকনিক্যাল ফল প্রদান, অতিরিক্ত কাজের জন্য অভারটাইম ভাতা প্রদানসহ ১০০ ভাগ পেনশন সমার্পন এবং বাংলাদেশ রেলওয়েতে প্রচলিত প্রহসনের ৫০ টাকা রেশনভাতা বাতিল করে ১১-২০ গ্রেডের সকল কর্মচারীদের বর্তমান বাজার ব্যবস্থা অনুযায়ী রেশন প্রদানের ব্যবস্থা করতে হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কার্যকরি সভাপতি মো. জাহিদুল ইসলাম, সিনিয়ার সহ-সভাপতি মো. কুদ্দুস মোল্লা, জিয়াউর রহমান, জহিরুল ইসলাম, সহ-সভাপতি মেরাজুল হক রানা জামাল বেগ, সারমিন রহমান, সধারন সম্পাদক মো. ইমাম হোসেন, অতিরিক্ত সাধারন সম্পাদক অভিজিত রায়সহ আরও অনেকে। এছাড়া আরও বিভিন্ন দফতর ও অধিদফতরের কর্মচারি নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ/এমপি

নবম পে-স্কেল ঘোষণা মহার্ঘভাতা সকরারি চাকরিজীবী জাতীয় ফোরাম

বিজ্ঞাপন

ফারিণের ‘ফাতিমা’ এবার ওটিটিতে
৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪১

আরো

সম্পর্কিত খবর