Friday 07 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় সহিংসতা হলে দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

খুলনা: খুলনায় ‘শেখ বাড়ি’ গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। এই ঘটনাকে কেন্দ্র করে বিবৃতি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন খুলনা জেলা শাখা। সেখানে বলা হয়, খুলনায় কোনো সহিংসতা হলে দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন।

বৃহস্পতিবার (৬ ফ্রেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন খুলনা জেলার অফিসিয়াল পেইজ এবং যুগ্ন আহ্বায়ক মহরম হাসান মাহিমের ভেরিফাইড আইডি থেকে বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ‘গত ৫ ফ্রেব্রুয়ারি দুর্নীতির অভয় অরেণ্য খ্যাত কিবলা খুলনার শেখ বাড়ি ছাত্র-জনতা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। শেখ বাড়ি নিয়ে উদ্ভূত ঘটনাপ্রবাহের ফলে দেশে অস্থিরতা দেখা দিয়েছে। যার ফলে ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংঘর্ষ, সহিংসতা ও জনজীবনে বিঘ্ন সৃষ্টি হয়েছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন খুলনা জেলা সহিংসতা করে না। যদি কেউ করে সে দ্বায়ভার আমাদের না। আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম ও বিবেচনার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানাই। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করছি কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনুন।’

বার্তাপ্রেরক মহরম হাসান মাহিম বলেন, ‘শেখ পরিবার এ দেশের মাটিতে গরীবের রক্তচুষে অঢেল সম্পদের মালিক হয়েছে। ছাত্র-জনতা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

সারাবাংলা/এইচআই

খুলনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেখ বাড়ি

বিজ্ঞাপন

কেমন হলো চ্যাম্পিয়নস ট্রফির থিম সং?
৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫১

চসিকের সাবেক কাউন্সিলর গ্রেফতার
৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫০

আরো

সম্পর্কিত খবর