কেমন হলো চ্যাম্পিয়নস ট্রফির থিম সং?
৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫১
চ্যাম্পিয়নস ট্রফির বাকি আর মাত্র ১২ দিন। পাকিস্তান ও দুবাইতে হতে যাওয়া এই টুর্নামেন্টের থিম সং প্রকাশ করেছে আইসিসি। আজ প্রকাশিত হওয়া এই থিম সং গেয়েছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।
‘জিতো বাজি খেল কে’ শিরোনামের এই গান আজ প্রকাশিত হয়েছে আইসিসির অফিশিয়াল পেজে। সেখানে লেখা হয়েছে, ‘অপেক্ষার পালা শেষ! চ্যাম্পিয়নস ট্রফির অফিশিয়াল সং ‘জিতো বাজি খেল কে’, গেয়েছেন সুরের ওস্তাদ আতিফ আসলাম। তার সঙ্গে আপনারও গান।’
আতিফের সঙ্গে এই গানে আছেন অন্য আরও পাকিস্তানি শিল্পী। গানটির প্রযোজক আবদুল্লাহ সিদ্দিকি, গীতিকার আদনান ঢুল ও আসফান্দিয়ার আসাদও পাকিস্তানি। ১ মিনিট ৩৯ সেকেন্ডের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে পাকিস্তানের সংস্কৃতি। আইসিসির আশা, গানটি টুর্নামেন্ট চলার সময় ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে সবখানেই।
থিম সং গাইতে পেরে উচ্ছ্বসিত আতিফ, ‘ক্রিকেট আমার খুব পছন্দের খেলা। ছোটবেলা থেকেই পেসার হতে চেয়েছিলাম। খেলার প্রতি তীব্র আবেগের কারণে আমি দর্শকের উচ্ছ্বাস, অনুভূতি বুঝতে পারি। রোমাঞ্চে ঠাসা ভারত-পাকিস্তান ম্যাচের জন্য আমি অধির আগ্রহে অপেক্ষা করছি। চ্যাম্পিয়নস ট্রফির থিম সংয়ের অংশ হতে পারা আমার জন্য বিশেষ কিছু।’
আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের।
সারাবাংলা/এফএম