প্রাথমিকের শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে বিক্ষোভে পুলিশের বাধা
৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৪
ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করার প্রতিবাদে প্রার্থীদের বিক্ষোভ সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। এসময় তাদের বিরুদ্ধে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করতে দেখা গেছে।
শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীল জাতীয় প্রেস ক্লাবের সামনে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা সমাবেশ করেন। এরপর বিকেল ৩টার পর তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আসলে পুলিশ তাদের বাধা দেয়।
এসময় বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
সমাবেশে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা বলেন, ‘তিন ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু শুধু তৃতীয় ধাপের নিয়োগ কেন বাতিল করা হলো? আমাদের কি কোনো অন্যায় ছিল? আমরা এই শিক্ষক নিয়োগের জন্য অনেকেই আগের চাকরি ছেড়ে দিয়েছি, এখন আমাদের এ নিয়োগ বাতিল করা হলে আত্মহত্যা ছাড়া আর কোনো গতি থাকবে না। দ্রুত হাইকোর্টের রায় বাতিল করে আমাদের নিয়োগ দেওয়া হোক।’
এর আগে, গতকাল বৃহস্পতিবার প্রাথমিকের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দেন হাইকোর্ট।
নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগ এনে নিয়োগবঞ্চিত ৩০ প্রার্থী হাইকোর্টে রিট করেন। পরে আদালত তার আদেশে এ নিয়োগের কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেন। আর গতকাল রুলের শুনানি শেষে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করে রায় দেন হাইকোর্ট।