সোনারগাঁয়ে বাসচাপায় মা-শিশুসহ নিহত ৩
৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৭
নারায়ণগঞ্জ: জেলার সোনারগাঁয়ের কাঁচপুরে যাত্রীবাহী বাসচাপায় মা, শিশু ও অটোরিকশার চালক নিহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধায় উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর সেতুর ঢালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশা চালক রংপুর জেলার পীরগাছা থানার আব্দুল ওহাবের ছেলে আনিসুর রহমান (২৩), যাত্রী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের আসরাফুলের স্ত্রী কাকুলী আক্তার (৩৫) ও তার শিশু পুত্র আরিয়ান রাফি (৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশা উলটো পথে কাচঁপুর আসার সময় হিমাচল নামের যাত্রীবাহী বাসচাপায় ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও শিশুসহ দুই যাত্রী নিহত হয়।
কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনায় কবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে।
সারাবাংলা/এইচআই