‘বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য ভারত দায়ী’
৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৫
চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার
চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য ভারতের দায় আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান সংক্রান্ত সাংবাদিকের এক প্রশ্নের জবাবে উপ প্রেস সচিব বলেন, ‘আমরা এ বিষয়ে বেশ কয়েকটি বিবৃতি দিয়েছি। বিবৃতি দিয়েই আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য পার্শ্ববর্তী দেশ ভারতও দায়ী। কারণ ভারত আমাদের দেশ থেকে যিনি পালিয়ে গেছেন, তাকে আশ্রয় দিয়েছে। কথা বলার সুযোগ করে দিয়েছে। যার কারণে উনি ভারতে বসে ঘৃণা ছড়ানোর সুযোগ পাচ্ছেন।’
তিনি বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভারতকে অনুরোধ করা হয়েছে উনাকে যাতে ফেরত পাঠানো হয়। কারণ উনাকে ফেরত পাঠাতে বাংলাদেশের আদালত বলেছে। আদালতের যে গ্রেফতারি পরোয়ানা সেটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতকে নোট হিসেবে পাঠানো হয়েছে। আমরা তাদের কাছ থেকে কোনো নোট এখনো পাইনি।’
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি ভারত একটি সৎ প্রতিবেশি দেশ হিসেবে আমাদের সঙ্গে সুলভ আচরণ করবে। বাংলাদেশের মানুষের ওপর যিনি নির্যাতন চালিয়েছেন তাকে বিচারের মুখোমুখি দাঁড় করানো জনগণের যে আকাঙ্ক্ষা সেটা ভারত সম্মান করবে বলে আমাদের বিশ্বাস।’
আবুল কালাম আজাদ আরও বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনী স্বাভাবিক অবস্থায় ফিরেছে। সংবাদমাধ্যম তার বাকস্বাধীনতা ফিরে পাচ্ছে। সব জায়গায় পরিবর্তন হচ্ছে। এই যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো বাংলাদেশকে আরও সমৃদ্ধ করবে।’
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহেদুল করিম কচি, সদস্য মুস্তফা নঈম, জ্যেষ্ঠ্য সাংবাদিক কাজী আবুল মনসুর এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান।
সারাবাংলা/আইসি/এইচআই