Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিজড়া ‘লিডার’ শিলা হত্যা: কথিত প্রেমিকসহ ৪ আসামি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৭ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৭

চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত

রাঙ্গামাটি: জেলার কাউখালী উপজেলায় ছুরিকাঘাতে হিজড়া ‘লিডার’ শিলাকে হত্যার ঘটনায় প্রত্যক্ষ জড়িত তিন জনসহ গ্রেফতার চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করার পর রাঙ্গামাটির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান পুনমের আদালত আসামিদের কারাগারে পাঠান।

বিষয়টি নিশ্চিত করে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সোহাগ বলেন, ‘হিজড়া লিডার শীলা হত্যার ঘটনায় তার বাবা মো. আলাউদ্দিন একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই আমরা হত্যায় জড়িতদের গ্রেফতারে তদন্ত ও অভিযান চালিয়ে আসছি। সন্দেহভাজনদের কয়েকদফায় জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে নিহত শিলার প্রতিবেশি এক হিজড়া ও তার প্রেমিকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।’

বিজ্ঞাপন

ওসি আরও বলেন, ‘গ্রেফতার চার আসামির মধ্যে একজন হত্যার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ছাড়াও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লোহার ছুরি উদ্ধার করা হয়েছে।’

গ্রেফতার আসামিরা হলেন- শিলার কথিত প্রেমিক আরিফুল ইসলাম রনি, শিলার অধীনস্থ হিজড়া শারমিন আক্তার (রানা), শিলার বান্ধবী পুতুল ও শিলার অধীনস্থ হিজড়া শারমিন আক্তারের কথিত স্বামী শুক্কুর মাসুদ। এরমধ্যে শুক্কুর মাসুদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন ওসি সাইফুল ইসলাম সোহাগ।

এর আগে, গত সোমবার (৩ ফেব্রুয়ারি) রাঙ্গামাটির কাউখালী উপজেলায় ছুরিকাঘাত করে হিজড়া ‘লিডার’ শিলাকে (৩৫) হত্যা করা হয়। এ ঘটনার পর কাউখালী থানায় হত্যা মামলা দায়ের করেন তার পিতা মো. আলাউদ্দিন। শিলা কাউখালী উপজেলায় বসবাস করলেও তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়।

সারাবাংলা/এইচআই

রাঙ্গামাটি হিজড়া 'লিডার' শিলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর