Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৩৯ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০২

ছুরিকাঘাত। প্রতীকী

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে মাদরাসা রোড এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাউসার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি কয়েল কারখানায় কাজ করতেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাওসারকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী শারমিন বলেন, ‘কাওসার মাতুয়াইল মৃধাবাড়ি এলাকায় থাকতো। আমি ও কাউসার একটি কয়েল স্ট্যান্ড ফ্যাক্টরিতে কাজ করি। ডিউটি শেষে বাসায় ফেরার পথে দেখি তিন ছিনতাইকারী তার বুকে ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে চলে যাচ্ছে। পরে আহত অবস্থায় প্রথমে তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘যাত্রাবাড়ী থেকে আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানিয়েছি। তার বুকে ছুরিকাঘাত রয়েছে।’

যাত্রাবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে যাত্রাবাড়ী মাতুয়াইল মাদরাসা রোড এলাকা দিয়ে যাওয়ার সময় কাউসারকে তিন চার জন ছিনতাইকারী ছুরিকাঘাত করে। পরে লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কাউসার একটি কারখানার কর্মচারী ছিলেন। তবে যতটুক জানা গেছে ছিনতাইকারীরা নিহতের ব্যবহৃত মোবাইলটি নিয়ে যায়। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/পিটিএম

ছুরিকাঘাত টপ নিউজ যু্বক নিহত