Saturday 08 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২৫ না ২০২৪- কোন আসরের শিরোপা তামিমের বেশি প্রিয়?

স্পোর্টস ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫৫ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫৯

টানা দ্বিতীয় শিরোপা জিতল তামিমের বরিশাল

বিপিএলের গত আসরে ফেভারিট কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন তারা। এবারের বিপিএলেও শিরোপা উঠল ফরচুন বরিশালের ঘরেই। চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জয়ের পর বরিশাল অধিনায়ক তামিম ইকবাল বলছেন, এবারের চেয়ে গত আসরের ট্রফিটাই তার বেশি প্রিয়।

২০২৪ সালের আগে কখনোই ছুঁয়ে দেখা হয়নি বিপিএলের শিরোপা। সেবারের ফাইনালে হট ফেভারিট কুমিল্লাকে হারিয়ে প্রথম শিরোপার উল্লাসে মাতে তামিমের বরিশাল। এবার অবশ্য প্রেক্ষাপট কিছুটা ভিন্ন ছিল। টুর্নামেন্টেজুড়েই দারুণ পারফর্ম করা বরিশালই ছিল ফাইনালের ফেভারিট। শেষ ওভারের রোমাঞ্চকর এক জয়ে রেকর্ড গড়েই শিরোপা উঁচিয়ে ধরেছে তামিমের দল।

বিজ্ঞাপন

শিরোপা জয়ের পর তামিম বলছেন, এবারের চেয়ে গত আসরের শিরোপা জয়টাই তার কাছে বিশেষ কিছু, ‘আমার কাছে মনে হয়, গতবারের যাত্রাটা ছিল এপিক! সেটি আমার হৃদয়ের খুব খুব কাছের। কিছু দিন আগে সংবাদ সম্মেলনে বলেছিলাম, সেবার অর্ধেক টুর্নামেন্ট থেকেই আমরা বাদ পড়ার এক ম্যাচ দূরে ছিলাম। সেখান থেকে জিততে জিততে সেমি-ফাইনালে (প্লে-অফে) এসে পুরোপুরি ভিন্ন দল হয়ে যাওয়া। ব্যাটিং ও বোলিংয়ে মেয়ার্সের অবদান অসাধারণ ছিল, এমনকি আজকেও। ওই ট্রফিটা জেতা, প্রথমবার বরিশালের চ্যাম্পিয়ন হয়েছে বরিশালের মানুষের জন্য। সেটি আমাদের হৃদয়ের খুব কাছের।’

এবারের পুরো টুর্নামেন্টে দাপট দেখিয়েই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল। দলের এমন পারফরম্যান্সে দারুণ খুশি তামিম, ‘এই বছর আমরা আসরজুড়ে দাপট দেখিয়েছি। রংপুর রাইডার্সের বিপক্ষে দুই ম্যাচ ও চিটাগং কিংসের বিপক্ষে এক ম্যাচ শুধু ভালো যায়নি। এর বাইরে পুরো টুর্নামেন্ট আধিপত্য দেখিয়েছি। আমাদের যখন ১৭০-১৮০ রানের চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, খুব ভালো রেসপন্স করেছি। আজকেও, খুলনার সঙ্গেও। এটিও বিশেষ অনুভূতির। তবে দুটির মধ্যে বেছে নিতে বললে আমি সবসময় প্রথমটি নেবো।’

বিজ্ঞাপন

দলের সদস্যদের জন্য এই শিরোপা জয়টা খুব বেশি দরকার ছিল বলেই মানছেন তামিম, ‘আমি দুইবার ট্রফি জিতেছি। হৃদয়ের কথা যদি চিন্তা করেন, সে সম্ভবত দুই-তিনটি ফাইনাল খেলেও ট্রফি জিততে পারেনি। শান্তর ক্ষেত্রেও একই। এই ট্রফি তাদের কাছে আমার তুলনায় অনেক বেশি মূল্যবান, অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং রিশাদের ক্ষেত্রেও। তাই আমার মনে হয়েছে, আমি হয়তো ওদের এই সম্মানটা দিতে পারি যে, ট্রফিটা ওরা নিজের হাতে তুলুক।’

সারাবাংলা/এফএম

তামিম ইকবাল ফরচুন বরিশাল বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর